Sunday, August 24, 2025

নেশা বন্ধের প্রতিবাদ করায় এলাকায় ঢুকে দুষ্কৃতীদের তাণ্ডব। এলোপাথাড়ি গুলিতে আহত হল এক নাবালক। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে শ্যামনগর নতুনগ্রাম রায়পাড়া এলাকায়। এই ঘটনায় গুরুতর জখম হয় স্বরাজ রায় নামে এক কিশোর। তাকে কলকাতার আরজিকর(RG Kar) মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে যায় জগদ্দল থানার পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, সন্ধে হলেই এলাকার ক্লাবে নেশার আড্ডা বসে। এর প্রতিবাদও জানিয়েছেন তাঁরা। মঙ্গলবার মন্দিরের সামনে বালি ফেলা হয়। ঘটনার সূত্রপাত সেখান থেকেই। বালি ফেলতে দেখে এদিন রাত সাড়ে আটটা কিছু নেশাগ্রস্ত যুবক গন্ডগোল শুরু করেন বলে অভিযোগ। স্থানীয়দের সঙ্গে শুরু হয় বচসা। তখনকার মতো বিষয়টি ধামাচাপা পড়ে গেলেও রাত বাড়তেই আবার গন্ডগোল শুরু হয়। এলাকায় এলোপাথাড়ি গুলি চলে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয় ওই কিশোর। তার ডান হাতে ও ডান দিকের পাঁজরে দুটি গুলি লাগে। চিৎকারে পাড়ার লোকেরা জড়ো হতেই দুষ্কৃতকারীরা এলাকা ছেড়ে পালায়। আহত কিশোরকে প্রথমে গোলঘর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে আরজিকর মেডিক্যাল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় দুষ্কৃতীদের গ্রেফতার ও কঠিন শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছ তল্লাশি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন- জাতীয় নিরাপত্তা বিষয়: পেগাসাস নিয়ে ২৮ জুলাই সংসদীয় কমিটির বৈঠকের ডাক শশীর

 

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version