Wednesday, January 14, 2026

জাতীয় নিরাপত্তা বিষয়: পেগাসাস নিয়ে ২৮ জুলাই সংসদীয় কমিটির বৈঠকের ডাক শশীর

Date:

Share post:

পেগাসাস(Pegasus) ইস্যুতে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। দেশজুড়ে ভিভিআইপি ব্যক্তিদের ওপর নজরদারি চালানোর ঘটনায় কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধীরা। এই ইস্যুতেই আগামী ২৮ জুলাই বুধবার তথ্যপ্রযুক্তি সংক্রান্ত স্থায়ী সংসদীয় কমিটির বৈঠকের(parliamentary meeting) ডাক দিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর(Shashi Tharoor)। নাগরিকদের তথ্য সুরক্ষা এবং গোপনীয়তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবে এই কমিটি। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি, স্বরাষ্ট্রমন্ত্রক-সহ সংশ্লিষ্ট মন্ত্রকের প্রতিনিধিদের বৈঠকে আমন্ত্রণ জানিয়ে এ বিষয়ে মতামত জানতে চাওয়া হবে।

বুধবার সংসদীয় কমিটির বৈঠক প্রসঙ্গে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, “দেশে একাধিক ফোনের ফরেনসিক পরীক্ষা করে পেগাসাস স্পাইওয়্যারের অস্তিত্ব মিলেছে। পেগাসাস কাণ্ডে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িয়ে রয়েছে। যেহেতু এই স্পাইওয়্যার শুধু দেশের সরকারকেই বিক্রি করা হয়, তাই প্রশ্ন উঠছে, কোন সরকার? যদি ভারত সরকার কিছু না-করে থাকে, সে ক্ষেত্রে অন্য কোনও সরকার এই কাজ করেছে। সুতরাং, এই ঘটনায় জাতীয় নিরাপত্তার বিষয় জড়িয়ে আছে।”

আরও পড়ুন:“ফোন ট্যাপিং” নিয়ে নাম না করে “গদ্দার” শুভেন্দুকে একহাত নিলেন মমত

উল্লেখ্য, পেগাসাস ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা দেশে তোলপাড় শুরু হয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সাংসদ রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোট কুশলী প্রশান্ত কিশোরের মত দেশের গুরুত্বপূর্ণ প্রায় ৩০০ জনের ফোনে আড়ি পেতেছে কেন্দ্রীয় সরকার। সংসদের বাদল অধিবেশনে এই ইস্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল সংসদ ভবন। যদিও কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী ও অশ্বিনী বৈষ্ণব বিরোধীদের তোলা অভিযোগ পুরোপুরি খারিজ করেছেন।

 

spot_img

Related articles

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...

মকরস্নানে ভিড় সাগরে, দক্ষ হাতে গঙ্গাসাগর সামলাচ্ছেন মন্ত্রী অরূপ

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে সাগরসঙ্গম। ভোররাত থেকেই শুরু হয় মকরস্নান,...

২-২৩ মার্চ উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা! কড়া গাইডলাইন সংসদের

উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। উচ্চ মাধ্যমিকের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নেওয়া হবে ২ মার্চ থেকে ২৩...