শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করার সুবাদে আইসিসির( icc) একদিনের র্যাঙ্কিং-এ উন্নতি করলেন শিখর ধাওয়ান( shikhar dhawan)। ১৬ নম্বরে চলে এলেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি( virat kohli)।

এদিন প্রকাশিত হল আইসিসির একদিনের র্যাঙ্কিং-এর তালিকা। যেখানে শীর্ষ স্থানে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। ৮৭৩ পয়েন্ট তাঁর। ৮৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বিরাট কোহলি। তৃতীয় স্থানে ভারতের রোহিত শর্মা।

বোলিং এ শীর্ষে রয়েছেন টেন্ট বোল্ট। ৭৩৭ পয়েন্ট তাঁর। দ্বিতীয়তে রয়েছেন মুজিব উর রহমান। বোলারদের ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন একমাত্র যশপ্রীত বুমরাহ। ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস
