Monday, August 25, 2025

শুরু হচ্ছে টোকিও অলিম্পিক্স, করোনার কারণে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে না কোন চমক

Date:

শুক্রবার শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক্স( Tokyo Olympics)। করোনার( corona) কারণে গতবছর বাতিল হলেও, চলতি বছর করোনার সব নিয়ম মেনেই আয়োজন করা হচ্ছে এই মেগা টুর্নামেন্ট। তবে ইতিমধ্যেই অলিম্পিক ভিলেজে করোনা ধুকে পড়েছে। যার ফলে টোকিও অলিম্পিক্স বাতিল করার কথাও শুনা গিয়েছিল আয়োজক কর্তার গলাতেই। নতুন করে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১১ জন। সবমিলিয়ে অলিম্পিকের অন্দরমহলে সংক্রমিতের সংখ্যা দাঁড়ালো ৮৬-এ। তবে এরই মধ‍্যে শুক্রবার থেকে বসতে চলেছে অলিম্পিক্সের আসর। অলিম্পিক্সের কথা মাথায় রেখে ১২ জুলাই থেকে টোকিওতে জরুরি অবস্থা চলছে। নেই বিদেশি দর্শকদের জাপানে ঢোকার অনুমতিও।

অলিম্পিক্স মানেই উৎসব। বিশ্বের নানা প্রান্ত থেকে লোক এসে ভিড় জমায় আয়োজক দেশে। কিন্তু চলতি বছর এসব কিছুই হবে না। দর্শক শূন‍্য স্টেডিয়ামে হবে সব খেলা। এমনকি উদ্বোধনী অনুষ্ঠানেও থাকবে না কোন চমক।

চলতি বছর টোকিও অলিম্পিক্সে ১২৭ জন ভারতীয় ক্রীড়াবিদ যোগ দিচ্ছেন। ১৮টি বিভিন্ন খেলায় অংশ নেবেন তাঁরা। প্রশিক্ষক এবং দলের সঙ্গে যুক্ত বাকিদের নিয়ে ভারতীয় দল ২২৮ জনের। এটাই এখনও অবধি অলিম্পিক্সে পাঠানো ভারতের সব চেয়ে বড় দল।

বক্সিংয়ে ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম এবং হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং এ বারের অলিম্পিক্সে ভারতের পতাকাবাহক। শেষ দিনে ভারতের পতাকাবাহক কুস্তিগীর বজরং পুনিয়া।

২৩ জুলাই থেকে ৮ অগাস্ট পর্যন্ত থাকবে অলিম্পিক্সেরর আসর। উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের সংস্কৃতি বিশ্বের সামনে তুলে ধরা হবে। এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন:অলিম্পিক্সে ব্রাজিলকে সোনা এনে দিতে মরিয়া অ‍্যালভেস

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version