তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগে ময়নাগুড়ি থানার পুলিশ দু’জন যুবককে গ্রেফতার করেছে। ধৃতদের বাড়ি জল্পেশ এলাকায়। অভিযুক্তদের নাম লিটন রায় ও শংকর রায়। এই দুই অভিযুক্ত যুবক বিজেপির আইটি সেলের কর্মী বলে দাবি করেছেন ময়নাগুড়ির তৃণমূল নেতৃত্ব। বুধবার ২১ জুলাই তৃণমূলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছিল। সেই ছবির কমেন্ট বক্সে গিয়ে ওই দুই যুবক দলের সম্পর্কে অশ্লীল মন্তব্য করেছে বলে অভিযোগ ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা করা হয়।

আরও পড়ুন- পয়লা সেপ্টেম্বর থেকেই চালু ‘লক্ষ্মীর ভান্ডার’: কীভাবে পাবেন? জানালেন মুখ্যমন্ত্রী
