ধাক্কা সামলে অবশেষে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ১৩৮ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৫২,৯৭৫.৮০ (⬆️ ০.২৬%)

🔹নিফটি ১৫,৮৫৬.০৫ (⬆️ ০.২০%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে শেয়ারবাজারের সুখের সময়। সে ধাক্কা সামলে আরও ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। শুক্রবার এক ধাক্কায় ১৩৮ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ৩২ পয়েন্ট।

শুক্রবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় করোনা পরিস্থিতির মাঝে অতীতের ধাক্কা সামলে ১৩৮ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ১৩৮.৫৯ পয়েন্ট বা ০.২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২,৯৭৫.৮০। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ৩২.০০ পয়েন্ট বা ০.২০ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,৮৫৬.০৫।

 

Previous articleএনআরএস-এ ডোমের চাকরির জন্য আবেদন স্নাতক, স্নাতকোত্তর, ইঞ্জিনিয়ারদের! হতবাক কর্তৃপক্ষ
Next articleগাড়িতে নীল-লাল বাতি নিয়ে নয়া নির্দেশিকা জারি রাজ্য সরকারের