গাড়িতে নীল-লাল বাতি নিয়ে নয়া নির্দেশিকা জারি রাজ্য সরকারের

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভুয়ো আধিকারিক এবং নীল বাতি লাগানো গাড়ি আটক করেছে প্রশাসন। তারপর গাড়িতে নীল-লাল বাতি লাগানো নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে পরিবহন দফতর। নয়া নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র ১৪ জন পদাধিকারী এই সুবিধে পাবেন। মুখ্যমন্ত্রী(CM)-সহ মাত্র ১৪ ধরনের পদাধিকারী তাঁদের গাড়িতে এই ধরনের বাতি ব্যবহার করতে পারবেন। ২০১৪ সালের নোটিফিকেশন পুনরায় পুলিশকে পাঠিয়ে জানিয়ে দেওয়া হয় কারা কারা গাড়িতে লাল বাতি বা নীল বাতি ব্যবহার করতে পারবেন। ভুয়ো নীল ও লাল বাতির বিরুদ্ধে সচেতনতা বাড়াতেই নিয়েই নয়া নির্দেশিকা জারি রাজ্য সরকারের(State Govt.)।

কারা পারবেন গাড়িতে নীল-লাল বাতি লাগাতে?

• মুখ্যমন্ত্রী
• রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রী
• মুখ্যসচিব
• অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব
• ডিভিশনাল কমিশনার
• রাজ্য পুলিশের ডিজি
• পুলিশের আই জি ও ডি আই জি
• ডিজি দমকল
• আয়কর ও শুল্ক দফতরের কমিশনার
• প্রতিটি জেলার জেলাশাসক (তাঁদের নিজস্ব এলাকায়)
• মিউনিসিপাল কমিশনার
• রাজ্য মিউনিসিপাল কমিশনার
• বিভিন্ন জেলার পুলিশ সুপার
• সাব ডিভিশনাল অফিসার ও পুলিশের সাব ডিভিশনাল অফিসার
• পুলিশের প্যাট্রোল কার

আগে এই সংখ্যাটা ছিল ১৯। সুপ্রিম কোর্টের নির্দেশেই ২০১৪ সালের ১৯ জুন এমন সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের পরিবহন দফতর। সাত বছর আগের নির্দেশিকা এবার পুনর্বিবেচনা করে পরিবর্তন করল রাজ্য সরকার। বেশকিছু গাড়ির ক্ষেত্রে নীল-লাল বাতির বদলে মাল্টিকালার প্যানেল লাগানো হবে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন- এনআরএস-এ ডোমের চাকরির জন্য আবেদন স্নাতক, স্নাতকোত্তর, ইঞ্জিনিয়ারদের! হতবাক কর্তৃপক্ষ

 

 

Previous articleধাক্কা সামলে অবশেষে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ১৩৮ পয়েন্ট বাড়ল সেনসেক্স
Next articleমমতার প্রশংসায় প্রদেশ কংগ্রেস