করোনা( corona) মুক্ত হয়ে ডারহ্যামে ভারতীয় দলের সঙ্গে যোগ দিলেন ঋষভ পন্থ( rishabh pant)। পন্থকে দেখেই জড়িয়ে ধরেন ভারতীয় দলের হ্যেডস্যার রবি শাস্ত্রী। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পন্থ।

এদিন তিনি ছবি পোস্ট করে লেখেন,”হারের পর জয় আসে, আর সেই জয় যে পায়, তাকেই বাজিগর বলে। ফিরে এসে দারুণ অনুভব করছি। স্বাগত জানানোর জন্য রবি শাস্ত্রীকে ধন্যবাদ।”

हार 🌺 के बाद ही जीत है और जितने वाले को कहते है बाज़ीगर😎🤣
Thrilled to be back. Thank you @RaviShastriOfc for this grand welcome pic.twitter.com/qy8QN2waqv— Rishabh Pant (@RishabhPant17) July 22, 2021
গত ৮ জুলাই করোনায় আক্রান্ত হয়েছিলেন ঋষভ পন্থ। এর পর লন্ডনে এক আত্মীয়ের বাড়িতে কোয়ারেন্টাইনে ছিলেন পন্থ।

আরও পড়ুন:প্রতিবাদের মধ্যেই শুরু টোকিও অলিম্পিক্স, উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় পতাকা হাতে মনপ্রীতরা
