Wednesday, November 12, 2025

লাগাতার প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত মহারাষ্ট্র(Maharashtra)। এবার মহারাষ্ট্র রায়গর জেলায়(raigad district) বৃষ্টির জেরে ভূমিধসের(landslide) কারণে মৃত্যু হল ৩৬ জনের। ধসের জেরে এখনো ৩০ জন আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই চপারে নিয়ে শুরু হয়েছে উদ্ধারকাজ। পাশাপাশি ভয়াবহ এই দুর্ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে ফোন করে ঘটনার বিস্তারিত খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিয়েছেন সমস্ত রকম সাহায্যের আশ্বাস।

প্রতিবছরই বৃষ্টির ফলে নাজেহাল অবস্থা হয় মহারাষ্ট্রবাসীর। তবে চলতি বছরে বর্ষার জেরে সবচেয়ে বেশি ক্ষয় ক্ষতির মুখে পড়তে হয়েছে এই রাজ্যকে। জানা গিয়েছে বৃহস্পতিবার মুম্বই থেকে ৭০ কিলোমিটার দূরে রায়গর জেলায় তিনটি আলাদা জায়গায় ভূমি ধসের কারণে মৃত্যু হয় ৩৬ জনের। মৃতদের মধ্যে ৩২ জন তালাই এলাকার এবং ৪ জনের মৃত্যু হয়েছে শখর সুতা ওয়াদি এলাকায়। এদিন রায়গঞ্জ জেলা শাসক নিধি চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, মৃতদের পাশাপাশি এখনো ৩০ জন আটকে রয়েছেন। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের জেরে যারা ওই এলাকাতে আটকে পড়েছেন তাদের সকলকে উঁচু এলাকা বা বাড়ির ছাদে আসার জন্য আবেদন জানানো হয়েছে যাতে হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়।

আরও পড়ুন:অবশেষে ‘ঐক্যের’ বার্তা, পাঞ্জাবে ক্যাপ্টেনের চা-চক্রে হাজির সিধু

উদ্ধার কাজের জন্য ইতিমধ্যে কোমর বেঁধে নেমে পড়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে ১২টি স্থানীয় উদ্ধারকারী দল, উপকূলরক্ষীদের দুটি দল। ইতিমধ্যেই গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলার পাশাপাশি, আটকে থাকা ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

 

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version