Wednesday, May 7, 2025

পেগাসাস : তৃণমূলের পথ ধরে সংসদ চত্বরে বিরোধী-বিক্ষোভ, রাহুল ইস্তফা চান শাহর

Date:

শুক্রবার সকাল থেকে উত্তাল সংসদভবন চত্বর। উপলক্ষ্য ফোনে আড়িপাতা কেলেঙ্কারি। ইতিমধ্যে পেগাসাস কাণ্ড নিয়ে দেশ জুড়ে সবচেয়ে সরব তৃণমূল কংগ্রেস। রাস্তা থেকে সংসদ, সব জায়গাতেই ফোনে আড়িপাতা কাণ্ড নিয়ে সরব বাংলার শাসক দল। এবার তৃণমূলকে অনুসরণ করে সংসদে ফোনে আড়িপাতা নিয়ে বিজেপির বিরুদ্ধে ধরণা-বিক্ষোভে বসলেন কংগ্রেস, ডিএমকে ও শিবসেনার সাংসদরা।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী সেই ধরণা মঞ্চ থেকেই শুক্রবার বললেন, পেগাসাসকে কাজে লাগাচ্ছেন নরেন্দ্র মোদি- অমিত শাহ। যারা ভারত বিরোধী কাজ করে, পেগাসাস মূলত সেইসব জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। ইজরায়েলেও এটি জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। আর আমাদের দেশে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। রাহুল স্পষ্ট জানান, আমার ফোনও হ্যাক করা হয়েছে। এই কেলেঙ্কারির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ইস্তিফাই দিতে হবে।

শুক্রবার সকালে তিন দলের সাংসদদের হাতে ছিল বিশাল ব্যানার। তাতে লেখা ‘পেগাসাস স্কুপগেট’। সেই সঙ্গে দাবি, অবিলম্বে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে তৈরি কমিটির হাতে তদন্তভার তুলে দিতে হবে। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সাফ কথা, দরজার পিছন দিয়ে আড়িপাতা আসলে দেশের গণতন্ত্র ও স্বাধীনতার উপর আঘাত। সরকারকে এ বিষয় নিয়ে সংসদে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। সেই সঙ্গে তদন্তের দায়িত্ব দিতে হবে নিরপেক্ষ কমিটির হাতে।

 

 

Related articles

মঙ্গলের পরে বুধেই উল্টো সুর! SLST মামলায় আবার স্থগিতাদেশ হাই কোর্টের

এসএলএসটি-র সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগে হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগে বাধা নেই,...

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ...

বেসরকারি স্কুলগুলিকে রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলিকেও রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি (Summer Vacation)...

আমরা শুধু নিরীহদের হত্যার বদলা নিয়েছি: রাজনাথ সিং

পহেলগাম হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। তিন স্তরের সেনা একযোগে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তান...
Exit mobile version