Thursday, August 21, 2025

এই প্রথম স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে নীরবতা ভাঙলেন শিল্পা শেট্টি

Date:

Share post:

টপলেস ভিডিয়োর শর্তেই রাজ কুন্দ্রা(Raj Kundra)র সঙ্গে চুক্তি হয়েছিল পর্নস্টারদের।রাজের (Raj Kundra) কোম্পানির সঙ্গে মডেলদের হওয়া চুক্তিপত্র অনুযায়ী, মডেলকে লাইভ স্ট্রিমিংয়ের জন্য তৈরি থাকতে হবে। কী ধরণের ফটো এবং ভিডিও আপলোড করা হবে সেকথাও চুক্তিতে বলা ছিল। চুক্তিতে স্পষ্ট বলা হয়েছিল, মডেল টপলেস থাকবেন এবং তাঁদের পিছন থেকে নগ্ন দেখানো হবে। এছাড়া কতক্ষণের ভিডিয়ো শ্যুট হবে, ভিডিয়োর বিষয়বস্তু কী হবে সবই রয়েছে চুক্তিপত্রে।

স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারির পর প্রথমবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা। নীলছবি তৈরি করা এবং তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওযার অভিযোগ উঠেছে রাজের বিরুদ্ধে। গ্রেফতারির পর ২৩ জুলাই পর্যন্ত তাঁকে জেল হেফাজতে নিয়েছে মুম্বই পুলিশ। তারপর থেকেই মুখে কুলুপ এঁটেছিলেন শিল্পা শেট্টি।পুলিশ সূত্রে খবর, পর্নোগ্রাফির ব্যবসায় লাখ লাখ টাকা রোজগার করেছেন রাজ, কোভিডের সময়ে ফুলে ফেঁপে উঠেছিল তাঁর ব্যবসা। বলিউডের অনেক অভিনেত্রী রাজের বিরুদ্ধে অভিযোগও এনেছে।
তবে নীরবতা ভাঙলেন বলিউড অভিনেত্রী। ইনস্টাগ্রাম পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করলেন।
যদিও এখনও পর্যন্ত পর্নোগ্রাফি কাণ্ডে শিল্পা শেট্টির জড়িত থাকার কোনও প্রমাণ পায়নি মুম্বই পুলিশ। কিন্তু শোনা যাচ্ছে, জিজ্ঞাসাবাদের জন্য খুব তাড়াতাড়ি সমন পাঠানো হতে পারে তাঁকে। এই হাই প্রোফাইল মামলার পুলিশি তদন্ত শুরু হওয়ার পর থেকেই বাণিজ্য নগরীতে চর্চার বিষয় শিল্পা-রাজ।

মুম্বই পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) মিলিন্দ ভারাম্বে বলেন, এই মামলায় শিল্পা শেট্টির জড়িত থাকার কোনও তথ্য প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি, তদন্ত চলছে।

অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছিল শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে। আর সেই অভিযোগে সোমবার গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বই পুলিশের কাছে রাজ কুন্দ্রার নামে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগে বলা হয়েছিল, নীল ছবি তৈরি করে তা মোবাইল অ্যাপের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দেওয়ার বিশাল ব্যবসা ফেঁদেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী।

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...