Monday, November 17, 2025

বাংলা ভাগ চায় বিজেপি,কার্শিয়াংয়ের বিধায়ক বললেন আলাদা রাজ্যই একমাত্র সমাধান

Date:

এবার সরাসরি বাংলা ভাগের দাবি তুললেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বি পি বজগাঁই। মিরিকে দলীয় বৈঠকে যোগ দিতে এসে সংবাদমাধ্যমের সামনেই এই দাবি তোলেন তিনি। তিনি চান উত্তরবঙ্গকে বাংলা থেকে ভাগ করে আলাদা রাজ্য তৈরি করা হোক। রাজ্য ভাগ হলেই স্থায়ী রাজনৈতিক সমাধান হবে। বিজেপি বিধায়কের কথা থেকে বোঝাই যাচ্ছে, বাংলা দখলে ব্যর্থ হয়ে উত্তরবঙ্গকে আলাদা করে তার দখল নিতে চাইছে গেরুয়া পার্টি। তাই বাঙালি জাতিসত্তাকে আঘাত করে ফের হিংসার আবহ তৈরির চক্রান্ত হচ্ছে। বাংলা ভাগের ধুয়ো তুলে চক্রান্ত করে গোটা রাজ্যে অশান্তি তৈরি এদের উদ্দেশ্য।

 

বিধানসভা নির্বাচনে জনদরবারে প্রত্যাখ্যাত হয়েও লজ্জা নেই এদের। বিজেপি নেতারা এখন ঘুরপথে রাজনৈতিক লাভের অঙ্ক কষছেন। তাই বাংলা ভাগের অবাস্তব দাবি। বাংলা ও বাঙালির জাত্যভিমানকে দুর্বল করতে উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা করার জিগির তুলছে মোদি-শাহের দল। বিজেপি নেতারা নিজেদের নানা কার্যকলাপেই প্রমাণ করে দিচ্ছেন তারা কত বড় বাংলার শত্রু ও বাঙালি বিরোধী শক্তি।

 

মজার বিষয়, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখে বলছেন, বাংলা ভাগ তাঁদের নীতি নয়। অথচ তাঁর কথাকেই আমল দিচ্ছেন না তাঁর দলের বিধায়ক-সাংসদরা বিভাজনের দাবিকে মদত দিচ্ছেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। সেজন্যই উত্তরবঙ্গ ভাগের দাবি তোলা সাংসদ জন বার্লাকে কেন্দ্রে মন্ত্রী করে পুরস্কৃত করা হয়েছে। এবার কার্শিয়াংয়ের বিধায়ক বজগাঁই জনসমক্ষে বলছেন, উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা না করলে নাকি স্থায়ী রাজনৈতিক সমাধান সম্ভব নয়। জানিয়েছেন, উত্তরবঙ্গের ঠিক কোন কোন এলাকাকে আলাদা করা উচিত তা নিয়ে পরে আলোচনা হবে। এটা সময়সাপেক্ষ বিষয়। তবে এটাই একমাত্র সমাধানের রাস্তা।

 

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version