Sunday, November 16, 2025

বাংলা ভাগ চায় বিজেপি,কার্শিয়াংয়ের বিধায়ক বললেন আলাদা রাজ্যই একমাত্র সমাধান

Date:

এবার সরাসরি বাংলা ভাগের দাবি তুললেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বি পি বজগাঁই। মিরিকে দলীয় বৈঠকে যোগ দিতে এসে সংবাদমাধ্যমের সামনেই এই দাবি তোলেন তিনি। তিনি চান উত্তরবঙ্গকে বাংলা থেকে ভাগ করে আলাদা রাজ্য তৈরি করা হোক। রাজ্য ভাগ হলেই স্থায়ী রাজনৈতিক সমাধান হবে। বিজেপি বিধায়কের কথা থেকে বোঝাই যাচ্ছে, বাংলা দখলে ব্যর্থ হয়ে উত্তরবঙ্গকে আলাদা করে তার দখল নিতে চাইছে গেরুয়া পার্টি। তাই বাঙালি জাতিসত্তাকে আঘাত করে ফের হিংসার আবহ তৈরির চক্রান্ত হচ্ছে। বাংলা ভাগের ধুয়ো তুলে চক্রান্ত করে গোটা রাজ্যে অশান্তি তৈরি এদের উদ্দেশ্য।

 

বিধানসভা নির্বাচনে জনদরবারে প্রত্যাখ্যাত হয়েও লজ্জা নেই এদের। বিজেপি নেতারা এখন ঘুরপথে রাজনৈতিক লাভের অঙ্ক কষছেন। তাই বাংলা ভাগের অবাস্তব দাবি। বাংলা ও বাঙালির জাত্যভিমানকে দুর্বল করতে উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা করার জিগির তুলছে মোদি-শাহের দল। বিজেপি নেতারা নিজেদের নানা কার্যকলাপেই প্রমাণ করে দিচ্ছেন তারা কত বড় বাংলার শত্রু ও বাঙালি বিরোধী শক্তি।

 

মজার বিষয়, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখে বলছেন, বাংলা ভাগ তাঁদের নীতি নয়। অথচ তাঁর কথাকেই আমল দিচ্ছেন না তাঁর দলের বিধায়ক-সাংসদরা বিভাজনের দাবিকে মদত দিচ্ছেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। সেজন্যই উত্তরবঙ্গ ভাগের দাবি তোলা সাংসদ জন বার্লাকে কেন্দ্রে মন্ত্রী করে পুরস্কৃত করা হয়েছে। এবার কার্শিয়াংয়ের বিধায়ক বজগাঁই জনসমক্ষে বলছেন, উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা না করলে নাকি স্থায়ী রাজনৈতিক সমাধান সম্ভব নয়। জানিয়েছেন, উত্তরবঙ্গের ঠিক কোন কোন এলাকাকে আলাদা করা উচিত তা নিয়ে পরে আলোচনা হবে। এটা সময়সাপেক্ষ বিষয়। তবে এটাই একমাত্র সমাধানের রাস্তা।

 

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version