করোনা আবহে ধীরে ধীরে ছন্দে ফেরা রাজ্যে বাড়ছে যাত্রী(Passenger) সংখ্যা। তাই সোমবার থেকে আরও বেশি সংখ্যায় মেট্রো চালানোর(metro service) সিদ্ধান্ত নিল মেট্রোরেল(Kolkata metro) কর্তৃপক্ষ। একটু পরিষেবা শুরুর সময়ও বাড়ানো হয়েছে।

আরও পড়ুন:৪১তম মৃত্যুবার্ষিকীকে টালিগঞ্জে উত্তম-স্মরণ

শনিবার মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২৬ জুলাই থেকে ১২টি অতিরিক্ত মেট্রো চালানো হবে। আপ ও ডাউন মিলিয়ে ২০৮ থেকে বাড়িয়ে সোম থেকে শুক্রবার ২২০টি মেট্রো চালানো হবে। সোমবার থেকে সকাল ৮টার পরিবর্তে সকালে সাড়ে ৭টা থেকে চালু হবে পরিষেবা। তবে শেষ মেট্রো ছাড়ার সময় আপাতত অপরিবর্তিতই রাখা হচ্ছে। কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া ফেরার শেষ মেট্রো মিলবে রাত ৮টাতেই।
