হাঙ্গেরিতে( Hungary) অনুষ্ঠিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয় ভারতের প্রিয়া মালিকের( priya malik)। কুস্তিতে দেশকে সোনা এনে দিয়েছেন তিনি। সোনার পদক জয়ের পরই প্রিয়া মালিককে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়( chief minister mamata banerjee)।

এদিন তিনি টুইটারে তিনি লেখেন,” অনেক অভিনন্দন প্রিয়া মালিককে। বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয়ের জন্য। আমরা গর্ববোধ করছি। ভারতের হয়ে অংশগ্রহণকারী সবাইকে জন্য শুভেচ্ছা রইল। উজ্জ্বল হোক।”

Many congratulations to Priya Malik for winning the Gold Medal in the 73kg World Cadet Wrestling Championship. My heart is full of pride!
Wishing all our athletes the very best. May you keep shining.
— Mamata Banerjee (@MamataOfficial) July 25, 2021
হাঙ্গেরিতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ। সেখানে ভারতকে সোনা এনে দেন প্রিয়া। বুদাপেস্টের ক্যাডেট বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রিয়া ৭৩ কেজি বিভাগে বেলারুসের সেনিয়া পাতাপোভিচকে হারিয়ে দেন ৫-০ ব্যবধানে।
