Thursday, November 13, 2025

দার্জিলিঙের পাহাড়-সমতলে করোনার প্রকোপ, ২দিনে আক্রান্ত শতাধিক 

Date:

সারা রাজ্যে (West Bengal) এবং দেশেও করোনার সংক্রমণ নিয়ন্ত্রিত (coronavirus pandemic) হয়েছে। কিন্তু উত্তরবঙ্গে (North Bengal) করোনার প্রকোপ বাড়ছে। সংক্রমণ ছড়াচ্ছে। প্রধানত দার্জিলিং(Darjeeling district) জেলায়। শনিবার থেকে রবিবার দুপুরের মধ্যে দার্জিলিঙের পাহাড় ও সমতলে করোনা পজিটিভের (corona positive) সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার দার্জিলিঙের জ্ঞানমিত লেপচা (৫৯) উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দার্জিলিং জেলার অন্তত ৫০ জন চিকিৎসাধীন। পাহাড়ের হাসপাতালেও ২০ জন করোনা রোগী-রোগিণী রয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রের দাবি।

এই অবস্থায় কোভিড বিধি মেনে চলার জন্য স্বাস্থ্য দফতর ও জেলা পুলিশ-প্রশাসন বারবার আর্জি জানাচ্ছে। নানা নিষেধাজ্ঞার পরেও মাস্ক থুতনিতে ঝুলিয়ে কিছু নাগরিকদের হাটে-বাজারে দেখা যাচ্ছে। উপরন্তু, রাতে ৯টার পরেও পানশালা, রেস্তোঁরা চুপিসাড়ে খোলা রাখার অভিযোগ রয়েছে। দার্জিলিং পাহাড় ও শিলিগুড়ির সমতল এলাকার বেশ কয়েকটি এলাকায় রাত ১১টা অবধি ভাতের হোটেল, মোমোর দোকান, চপ-তেলেভাজার দোকান চলছে বলে অভিযোগ।

বাসিন্দাদের অভিযোগ, শহরের অলিগলিতে পুলিশ টহল বাড়ালে রাতে নানা স্টল ও খাবারের দোকান ৯টার মধ্যে বন্ধ হতে পারে। তা হলে করোনার সংক্রণ নিয়ন্ত্রণে আসতে পারে।

তবে দার্জিলিঙে করোনা প্রকোপ কিছুটা বাড়লেও মালদহে খুবই কম। মালদহে গত দুদিনে ৪ জনেরও বেশি করোনা পজিটিভ রোগী মেলেনি। তবে উত্তরবঙ্গবাসীদের পক্ষ থেকে পর্যাপ্ত টিকা সরবরাহ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হচ্ছে রোজই।

Related articles

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...
Exit mobile version