Thursday, August 28, 2025

দার্জিলিঙের পাহাড়-সমতলে করোনার প্রকোপ, ২দিনে আক্রান্ত শতাধিক 

Date:

সারা রাজ্যে (West Bengal) এবং দেশেও করোনার সংক্রমণ নিয়ন্ত্রিত (coronavirus pandemic) হয়েছে। কিন্তু উত্তরবঙ্গে (North Bengal) করোনার প্রকোপ বাড়ছে। সংক্রমণ ছড়াচ্ছে। প্রধানত দার্জিলিং(Darjeeling district) জেলায়। শনিবার থেকে রবিবার দুপুরের মধ্যে দার্জিলিঙের পাহাড় ও সমতলে করোনা পজিটিভের (corona positive) সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার দার্জিলিঙের জ্ঞানমিত লেপচা (৫৯) উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দার্জিলিং জেলার অন্তত ৫০ জন চিকিৎসাধীন। পাহাড়ের হাসপাতালেও ২০ জন করোনা রোগী-রোগিণী রয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রের দাবি।

এই অবস্থায় কোভিড বিধি মেনে চলার জন্য স্বাস্থ্য দফতর ও জেলা পুলিশ-প্রশাসন বারবার আর্জি জানাচ্ছে। নানা নিষেধাজ্ঞার পরেও মাস্ক থুতনিতে ঝুলিয়ে কিছু নাগরিকদের হাটে-বাজারে দেখা যাচ্ছে। উপরন্তু, রাতে ৯টার পরেও পানশালা, রেস্তোঁরা চুপিসাড়ে খোলা রাখার অভিযোগ রয়েছে। দার্জিলিং পাহাড় ও শিলিগুড়ির সমতল এলাকার বেশ কয়েকটি এলাকায় রাত ১১টা অবধি ভাতের হোটেল, মোমোর দোকান, চপ-তেলেভাজার দোকান চলছে বলে অভিযোগ।

বাসিন্দাদের অভিযোগ, শহরের অলিগলিতে পুলিশ টহল বাড়ালে রাতে নানা স্টল ও খাবারের দোকান ৯টার মধ্যে বন্ধ হতে পারে। তা হলে করোনার সংক্রণ নিয়ন্ত্রণে আসতে পারে।

তবে দার্জিলিঙে করোনা প্রকোপ কিছুটা বাড়লেও মালদহে খুবই কম। মালদহে গত দুদিনে ৪ জনেরও বেশি করোনা পজিটিভ রোগী মেলেনি। তবে উত্তরবঙ্গবাসীদের পক্ষ থেকে পর্যাপ্ত টিকা সরবরাহ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হচ্ছে রোজই।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version