কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাজকর্মের ধরনে আইনজীবীরা চরম ক্ষুব্ধ ৷ ক্ষোভ এতটাই যে আইনজীবীদের সংগঠনের তরফে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাশ বয়কট করার কথাও চিঠির মাধ্যমে প্রধান বিচারপতিকেই জানানো হয়েছে৷ ওই চিঠিতে বলা হয়, আইনজীবীদের দাবি মানা না হলে, আগামী মঙ্গলবার থেকেই এজলাস বয়কট শুরু হবে৷

আইনজীবীদের এই চরম বার্তা সামলাতে তড়িঘড়ি প্রবীণ বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় সোমবার তিনটি আইনজীবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসছেন। হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন,
বার লাইব্রেরি এবং ইনকর্পোরেট ল সোসাইটি,
এই তিন সংগঠনকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন বিচারপতি৷ আইনজীবিদের বিভিন্ন সমস্যা নিয়েই আলোচনা হবে৷ প্রসঙ্গত, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পরেই হাইকোর্টের প্রবীণ বিচারপতি হলেন ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়।
