পার্কস্ট্রিটে ফের নাইট পার্টি করে শাস্তির মুখে কয়েকশো

করোনা বিধিকে অগ্রাহ্য করে কলকাতা শহরে ফের “স্যাটার-ডে” পার্টি! ফের ঘটনাস্থল পার্কস্ট্রিট। তবে নজর এড়ানো গেল না সতর্ক কলকাতা পুলিশের। ধরপাকড়ে রুজু প্রায় ১০০টি মামলা। একই অভিযোগে শহরজুড়ে ৮৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের।

প্রসঙ্গত, কিছুদিন আগে পার্কস্ট্রিটের এক অভিজাত হোটেলে করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার পার্টি নাচা-গানা থেকে হুল্লোড়, মদ্যপান কিছুই বাদ ছিল না। খবর পেয়ে কড়া ব্যবস্থা নেয় কলকাতা পুলিশ। এই ঘটনার পর থেকে আরও সজাগ হয়ে যায় প্রশাসন। বাড়ানো হয় নজরদারি। এবার রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ উপেক্ষা করে পার্টি করার জন্য কয়েকশো মামলা দায়ের করলো কলকাতা পুলিশ।