স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জনপ্রিয়তা তুঙ্গে,  ভিনরাজ্য থেকেই আবেদন ১২ হাজার!

মাত্র কিছুদিনের মধ্যেই দেশজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত রাজ্যের নতুন প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড। প্রকল্পের শুরুতেই বলা হয়েছিল, ১০ বছর রাজ্যের বাসিন্দা হলেই এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। তবে বাস্তবে দেখা যাচ্ছে অন্য চিত্র। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বাইরে থেকেও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন জানিয়েছে প্রচুর পড়ুয়া। সংখ্যাটা প্রায় ১২ হাজার।

উচ্চশিক্ষা দফতর জানিয়েছে, এখনও পর্যন্ত বিভিন্ন রাজ্য থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নেওয়ার জন্য ১২ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। তার মধ্যে শুধু কর্ণাটক থেকে এসেছে ৭৫০০-র বেশি আবেদন। এছাড়া ওড়িশা থেকে ৯০০, তেলেঙ্গানা থেকে ৩০০, অন্ধ্রপ্রদেশ থেকে ৬০০, মহারাষ্ট্র থেকে ৩৫০, উত্তরপ্রদেশ থেকে ৩৩০, দিল্লি থেকে ২০০ ও তামিলনাড়ু থেকে ২৮০ জনেরও বেশি পড়ুয়া আবেদন করেছেন বাংলার এই সুবিধা পেতে। এছাড়া জম্মু-কাশ্মীর, অরুণাচল, উত্তর-পূর্বাঞ্চলের প্রায় সব রাজ্য, এমনকী গুজরাত থেকেও আবেদন এসেছে বলে জানানো হয়েছে। যদিও এই প্রকল্প রাজ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও উচ্চ শিক্ষা দফতরে তরফে জানানো হয়েছে, প্রত্যেকের আবেদন যাচাই করে দেখা হবে।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে যেকোনও পড়ুয়া ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। দশম শ্রেণি থেকে স্নাতক, স্নাতকোত্তর ও আরও উচ্চশিক্ষার জন্য এই ঋণ পাওয়া যাবে। শুধু তাই নয়, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য পাওয়া যাবে ঋণ। শুধু পড়াশোনা বা কোনও কোর্সের ক্ষেত্রে নয়, কম্পিউটার, ল্যাপটপ, বই কিনলেও ঋণ পাওয়া যাবে। দেশ, বিদেশের কলেজ, স্কুলে উচ্চশিক্ষায় পড়াশুনোর সুযোগ পাওয়া যাবে। সরকারি, বেসরকারি ও সমবায় ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়া যাবে। আবেদন করার পদ্ধতি সরল। সবটাই অনলাইন। 18001028014 এই টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। কোর্স চলাকালীন যে কোনও সময় আবেদন করা যাবে।
গপত্র ৩০ জুন এই প্রকল্পের উদ্বোধন হয়।প্রথম ৫ দিনের মধ্যেই আবেদনের সংখ্যা এবং টাকার পরিমান অনেককেই অবাক করেছিল। নবান্ন সূত্রে জানানো হয়েছিল , প্রথম পাঁচ দিনে আবেদন জমা পড়েছে ৮হাজার।  যা আবেদন জমা পড়েছে রাজ্যের কাছে, তাতে সবমিলিয়ে ঋণের পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা।
কোন জায়গা থেকে কত সংখ্যক ছাত্র-ছাত্রী আবেদন জমা করছে তার বিস্তারিত পরিসংখ্যান ইতিমধ্যেই এসেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে রাজ্যের মধ্যে থেকে পড়ার জন্য মোট ৬ হাজার আবেদন জমা পড়েছে। রাজ্যের বাইরে পড়ার জন্য ২হাজার আবেদন জমা পড়েছে। সবথেকে বেশি আবেদন জমা পড়েছে স্নাতক স্তরে পড়ার জন্য। ডিপ্লোমা কোর্সে পড়ার জন্য মোট ১২০০ আবেদন জমা পড়েছে। এবং বাকি আবেদন স্কুলে পড়ার জন্য জমা পড়েছে।

 

Previous articleহিমাচল প্রদেশে ভূমিধস: বিশাল পাথরের ধাক্কায় ভাঙলো ব্রিজ, মৃত ৯ পর্যটক
Next articleডায়মন্ডহারবারে চুরি করে ভ্যাকসিন পাচার হয়েছে সোনারপুরের বেআইনি ক্যাম্পে, তাজ্জব তদন্তকারীরা