কাউকে ছাড়ছে না ওরা, পেগাসাস নিয়ে জবাব চাই: ডেরেক

0
1

পেগাসাস (pegasus) ইস্যুতে ঝড় তুলবে তৃণমূল কংগ্রেস (tmc)। সোমবার সকালে ট্যুইট করে বুঝিয়ে দিলেন দলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন (Derek O’ Brien)।

তিনি বলেন, সাংবাদিক, রাজনৈতিক বিরোধী, বিচারবিভাগের সদস্য, ক্যাবিনেটের সতীর্থরা তো আছেই ছাড়া হচ্ছে না সেনাকেও। সর্বত্র নজরদারি চলছে। আড়ি পাতার ব্যাপারে কোনও ভেদাভেদ নেই।


ডেরেকের কথায়, এটা একটা অপরাধ। পেগাসাস ইস্যুতে দায়ী কে? আমাদের জানাতেই হবে। সংসদে আলোচনা চাই। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতেই হবে।