Sunday, January 11, 2026

কৃষকদের সমর্থনে ট্রাক্টর চেপে সংসদের পথে রাহুল, ৩ আইনের বিরোধিতায় সরব

Date:

Share post:

ট্রাক্টর চালাচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। আর সেই ট্রাক্টরে সওয়ার হয়েছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সূর্যেওয়ালা(ranadeep Singh surjewala), দীপেন্দ্র হুড্ডার মতো নেতারা। সাতসকালে দিল্লির রাস্তায় দেখা গেলো এই ছবি। সোমবার সকালে ট্রাক্টরে চেপেই সংসদ(parliament) ভবনের উদ্দেশ্যে রওনা দিলেন রাহুল গান্ধী। কৃষকদের সমর্থনে ৩ কৃষি আইনের বিরুদ্ধে রাহুলের এহেন প্রতিবাদ দেখল গোটা দেশ।

কৃষকের স্বার্থবিরোধী কেন্দ্রের কালা আইন প্রত্যাহারের দাবিতে সোমবার কৃষকদের সমর্থনে একাধিক পোস্টারসহ ট্রাক্টরে করে সংসদ ভবনের দিকে রওনা দেন রাহুল গান্ধী ও বেশ কয়েকজন কংগ্রেস নেতা। দাবি তোলা হয়, অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার করতে হবে। পাশাপাশি কংগ্রেসের তরফে আরো জানানো হয়, এই আইন শুধুমাত্র স্বার্থান্বেষী কিছু শিল্পপতির সুবিধার্তে আনা হয়েছে। যদিও কংগ্রেসের এই প্রতিবাদে বাদ সাধে দিল্লি পুলিশ। বিজয়চক এলাকায় কংগ্রেস নেতার ওই ট্রাক্টর আটকে দেওয়া হয় পুলিশের তরফে। শুধু তাই নয়, ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয় কংগ্রেস মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে। পাশাপাশি সংসদ ভবনেও ৩ কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিরোমনি আকালি দলের সাংসদরা।

আরও পড়ুন:ইতিহাস সৃষ্টি করেও অলিম্পিক থেকে ছিটকে গেলেন ভবানী দেবী

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের তিন কৃষি আইনের প্রতিবাদে বিগত কয়েক মাস ধরে দিল্লি সীমান্তে লাগাতার আন্দোলন করেছেন দেশের কৃষকরা। কেন্দ্রের আইন আসলে কৃষকের স্বার্থবিরোধী এমনটাই অভিযোগ তুলে সরব হয়েছে সকল বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে অনড় সরকার পিছু হটতে নারাজ। এহেন পরিস্থিতিতে স্বাধীনতা দিবসের আগে ফের বড়সড় আন্দোলনে নামার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে দেশের কৃষকরা। তার আগেই এদিন কৃষকদের সমর্থনে ট্রাক্টর চালিয়ে সংসদ ভবনের রওনা দিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বুঝিয়ে দিলেন কৃষকদের পাশেই রয়েছে বিরোধীরা।

 

spot_img

Related articles

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...