Wednesday, August 27, 2025

শ্যালিকা শমিতা শেট্টিকেও পর্ন ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন রাজ?

Date:

যত  দিন যাচ্ছে পর্ন – কাণ্ডে (pornography making) ততই আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়ছেন রাজ কুন্দ্রা ( Raj Kundra) । পর্ন ছবি (porn videos) তৈরির অভিযোগে গত ১৯ জুলাই গ্রেফতার হন রাজ। কিন্তু এখনও পুলিশি হেফাজতেই আছেন তিনি। আগামী ২৭ জুলাই অবধি রাজকে পুলিশি হেফাজতেই থাকতে হবে। তবে এরই মধ্যে এই পর্ণ কাণ্ডে নাম জড়িয়েছে শিল্পার বোন শমিতারও।

অভিনেত্রী শমিতা শেট্টির (Bollywood actress Shamita Shetty) সঙ্গে রাজ কুন্দ্রার সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন ছিলই। রাজ নিজেই একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে শমিতা সম্পর্কে মন্তব্য করেছিলেন যে, স্ত্রী শিল্পা ঘুমিয়ে পড়লে তিনি নাকি পার্টি করতেন শ্যালিকা শমিতা শেট্টির সঙ্গে! আর রাজের এই বেফাঁস মন্তব্যের জেরে রীতিমতো বিপাকে রাজ কুন্দ্রা। সেই সঙ্গে শমিতাও। শিল্পা এমনিতে অসম্ভব সংযমী এবং নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে জীবন যাপন করতে পছন্দ করেন। ভোরবেলা ঘুম থেকে ওঠা, যোগব্যায়াম, খাওয়া বিশ্রাম ঘুম সবই ঘড়ি ধরে। বলিউডে লেট নাইট পার্টি করতে শিল্পাকে কখনোই বিশেষ একটা দেখা যায়না। কিন্তু রাজ এর উল্টো।

ব্রাজ বলেছিলেন শিল্পা ঘুমিয়ে পড়লে তিনি পার্টি করতেন শ্যালিকা শমিতা শেট্টির সঙ্গে! শুধু তাই নয় শমিতাকে নিয়ে নাকি বেশ কয়েকটি পর্ন সিরিজ করানোর পরিকল্পনা করেছিলেন রাজ।

এদিকে রাজের বিরুদ্ধে সাক্ষী হয়েছেন তাঁরই সংস্থার ৪ কর্মচারী। তাঁরা প্রত্যেকেই ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এর কর্মী। রাজের পর্ন ব্যবসা নিয়ে বিস্তারিত জানতেই তাঁদের জিজ্ঞাসাবাদ করে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা।

তদন্তে জানা গিয়েছে, রাজের বিরুদ্ধে ফেব্রুয়ারি মাসে এফআইআর দায়ের হওয়ার পরে তিনি অফিসের প্রত্যেককে পর্নোগ্রাফি সংক্রান্ত তথ্য মুছে ফেলতে বলেন। অনেক তথ্যপ্রমাণও নষ্ট করে ফেলা হয় সেই সময়। এক পুলিশ আধিকারিক মুম্বইয়ের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে হটশটস অ্যাপ বাতিল হয়ে যাওয়ার পর, অন্য একটি অ্যাপ তৈরি করে পর্নোগ্রাফিক ভিডিয়ো আপলোড করার পরিকল্পনা করছিলেন রাজ। সেসব কিছুই খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...
Exit mobile version