Tuesday, August 26, 2025

বুথের বাইরে গোলমালও শাস্তিযোগ্য অপরাধ, ৩২ বছরের পুরনো মামলায় রায় সুপ্রিম কোর্টের

Date:

শুধুই বুথে নয়, ভোটের বুথের বাইরের যে কোনও ধরনের গোলমাল, গুণ্ডামিও শাস্তিযোগ্য অপরাধ।

তাৎপর্যপূর্ণ রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এম এল শাহের ডিভিশন বেঞ্চ৷ প্রায় ৩২ বছরের পুরনো এক মামলায় এই রায় দিয়েছেন দুই বিচারপতি৷

শীর্ষ আদালত বলেছে, ভোটদানে গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত জরুরি। নাহলে গণতন্ত্র শক্তিশালী হয়না৷ তাই বুথ দখল এবং ভোট জালিয়াতি, বুথের বাইরে ভোটার স্লিপ ছিনতাই, ভোটার কার্ড কেড়ে নেওয়ার মতো অপরাধ কড়া হাতে দমন করতেই হবে৷

৩২ বছর আগে বিহারের নির্বাচনে বুথের বাইরে হুজ্জতি, ভোটার লিস্ট, ভোটার স্লিপ ছিনতাই ঘটনা ঘটে। নিম্ন আদালত, হাইকোর্টের পর সেই মামলাতেই শুক্রবার সাজা ঘোষণা করল শীর্ষ আদালত। হাইকোর্টের দেওয়া সাজা বহাল রেখে শীর্ষ আদালত জানিয়েছে, এক্ষেত্রে ৬ মাসের জেল আইনিভাবে সঠিক সিদ্ধান্ত।

আরও পড়ুন:ফোন হ্যাকিং নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, রাজ্যে গঠিত হল তদন্ত কমিশন

সাধারণত নির্বাচন চলাকালীন বুথের মধ্যে গন্ডগোল নিয়ে একাধিক আইনি পদক্ষেপ ও শাস্তির বিধান আছে। কিন্তু বুথের বাইরে গন্ডগোল হলে কী হবে, সেই বিষয়টিকে এবার গুরুত্ব দেওয়া হলো৷ এই নির্দেশের ফলে দেশে আগামীদিনে ভোটে গন্ডগোল হলে আরও কড়া হাতে মোকাবিলার অস্ত্র পেয়ে গেল পুলিশ এবং নির্বাচন কমিশন।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, ভোটদানের স্বাধীনতা আসলে মত প্রকাশের স্বাধীনতা৷ সেই স্বাধীনতা নষ্ট হতে দেওয়া যায়না। জনগণের ইচ্ছেই প্রতিফলিত হয় নির্বাচনে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের কথা বলা হলেও তা আদতে কতটা মানা হয় তা নিয়ে বারবার চর্চা হয়েছে। বুথ দখল ও ভোট জালিয়াতি কড়া হাতে দমন করতেই হবে৷ কারণ এমন ঘটনা আইনের শাসন ও গণতন্ত্রকে প্রভাবিত করে। পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা সুনিশ্চিত করতেই হবে। গণতন্ত্র ও অবাধ নির্বাচনই সংবিধানের অন্যতম মূল ভিত্তি। লোকসভা, বিধানসভার মতো সাধারণ নির্বাচনের গোপনীয়তা রক্ষা করতে হবে বাধ্যতামূলক ভাবে।

 

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version