Friday, August 22, 2025

তৃণমূল কংগ্রেসকে নিয়ে বিজেপি বিরোধী আন্দোলন চান বিমান, ফুৎকারে উড়িয়ে দিলেন সুজন!

Date:

দেশ জুড়ে বৃহত্তর লড়াইয়ের প্রশ্নে তৃণমূল কংগ্রেসের পাশে থাকা না থাকা নিয়ে সিপিএমে প্রকাশ্য লড়াই শুরু হয়ে গেল। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বিজেপিকে হঠাতে যখন বিজেপি বিরোধী সব দলকে এক জায়গায় আনার কথা বলছেন, তখন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী ফুৎকারে এই দাবি উড়িয়ে দিয়ে বলেছেন তৃণমূল-বাম এক হওয়ার প্রশ্ন অবান্তর। ফলে ঘরের লড়াইয়ে ফের ভারাক্রান্ত আলিমুদ্দিন। কোন পথে দল, সে নিয়ে দলের শীর্ষ নেতাদেরই নানা মত।

রবিবার তমলুকের সভায় কী বলেছিলেন বিমান? বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নে বিমানের বক্তব্য ছিল, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, বিজেপির বিরুদ্ধে সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত। প্রশ্ন ছিল তৃণমূল কংগ্রেসকেও সঙ্গে নিতে প্রস্তুত? এবার আরও নির্দিষ্ট করে বিমান বলেন, হ্যাঁ বিজেপি-বিরোধী সবার সঙ্গে লড়াই করতে প্রস্তুত। পলিটব্যুরো সদস্য বিমানের কথায় বিজেপি-বিরোধী কোনও দল নিয়ে দলের কোনও ছুৎমার্গ নেই।

পালটা সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তাঁর পলিটব্যুরো সদস্যর বক্তব্য সরাসরি উড়িয়ে দিলেন। বললেন, কোন দুঃখে বামেরা তৃণমূলের সঙ্গে একসঙ্গে লড়বে? বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়াই করল কবে? বিজেপির সঙ্গে সরকার গড়েছে, জোট করেছে। বিজেপিকে রাজ্যে ৩ থেকে ৭৭ করেছে।

আরও পড়ুন:‘একতরফা, অতিরঞ্জিত, মনগড়া’- কমিশনের রিপোর্টকে উড়িয়ে দিল রাজ্য

দুই নেতার প্রকাশ্য বিবৃতিতে সিপিএমের ঘরের লড়াইয়ের তীব্রতা বুঝিয়ে দিয়েছে। বিধানসভা ভোটের সময় বিজেপি-তৃণমূল কংগ্রেসকে একাসনে বসিয়ে বিজেমূল আওয়াজ তুলেছিল বামেরা। ভোটে নাস্তানাবুদ হয়ে দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ভ্রান্তি স্বীকারের বৈঠক সেরে বেরিয়ে এসে বলেছিলেন, এসব বলা ঠিক হয়নি। মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে। আশি পেরিয়ে বিমান অতীত থেকে শিক্ষা নিয়ে ছুৎমার্গ থেকে বেরিয়ে এলেও সুজনরা পড়ে রয়েছেন সেই তিমিরেই। সিপিএমের উদারপন্থীরা বলছেন, দলটাকে শূন্যতে এনেও ওদের আর শিক্ষা হবে না।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version