Tuesday, November 11, 2025

অগস্টেই শুরু হতে পারে ছোটদের করোনা টিকাকরণ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

Date:

করোনার তৃতীয় ঢেউয়ের(Covid third wave) আশঙ্কা চরম আকার ধারণ করেছে দেশে। এহেন পরিস্থিতিতে এখনও পর্যন্ত টিকাকরণের বাইরেই রেয়েছে অনূর্ধ্ব ১৮। ছোটদের জন্য টিকা কবে আসবে তা নিয়ে দুশ্চিন্তায় অভিবাবকরা। এমন সময়ই এবার আশার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য(Mansukh mandaviya)। তিনি জানিয়েছেন, আগামী মাস থেকেই ছোটদের করোনা টিকাকরণ(Covid Vaccination) শুরু করে দিতে পারে কেন্দ্রীয় সরকার(central government)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মঙ্গলবার বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, অগস্ট মাসের মধ্যেই দেশের বাজারে শিশুদের জন্য কোভিড ভ্যাকসিন চলে আসতে পারে। ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য প্রথমে টিকা আসবে। তারপরে ২ বছরের ঊর্ধ্বে টিকা নিয়ে আসা হবে। শুধু তাই নয় শিশুদের জন্য দুটি ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ভারত বায়োটেকের টিকার ট্রায়াল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শিশুদের ওপরে, পাশাপাশি জাইদাস ক্যাডিলার জাইকভ ডি টিকার পরীক্ষামূলক প্রয়োগও শুরু হয়েছে। উল্লেখ্য করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাব সবচেয়ে বেশি শিশুদের ওপর পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এ পরিস্থিতিতে দ্রুত ছোটদের টিকাকরণের দাবি উঠেছে। এহেন পরিস্থিতিতেই আশার কথা শোনালেন দেশের স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন:প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলার জন্য আরও ভ্যাকসিন চাইলেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, জাইদাস ক্যাডিলার তৈরি জাইকভ ডি ভ্যাকসিনের ট্রায়াল’ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। পাশাপাশি, ২ থেকে ৬ বছর বয়সী শিশুদের ওপর কোভ্যাক্সিন টিকার পরীক্ষামূলক প্রয়োগ চলছে। তিন ক্যাটেগরিতে ভাগ করে ট্রায়াল করা হচ্ছে। প্রথমটা ১২ থেকে ১৮ বছর বয়সী, দ্বিতীয় ধাপে ৬ থেকে ১২ বছর ও তৃতীয় ধাপে ২ থেকে ৬ বছর বয়সী শিশুদের ওপরে টিকার ট্রায়াল হবে।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version