Sunday, August 24, 2025

অগস্টেই শুরু হতে পারে ছোটদের করোনা টিকাকরণ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

Date:

করোনার তৃতীয় ঢেউয়ের(Covid third wave) আশঙ্কা চরম আকার ধারণ করেছে দেশে। এহেন পরিস্থিতিতে এখনও পর্যন্ত টিকাকরণের বাইরেই রেয়েছে অনূর্ধ্ব ১৮। ছোটদের জন্য টিকা কবে আসবে তা নিয়ে দুশ্চিন্তায় অভিবাবকরা। এমন সময়ই এবার আশার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য(Mansukh mandaviya)। তিনি জানিয়েছেন, আগামী মাস থেকেই ছোটদের করোনা টিকাকরণ(Covid Vaccination) শুরু করে দিতে পারে কেন্দ্রীয় সরকার(central government)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মঙ্গলবার বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, অগস্ট মাসের মধ্যেই দেশের বাজারে শিশুদের জন্য কোভিড ভ্যাকসিন চলে আসতে পারে। ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য প্রথমে টিকা আসবে। তারপরে ২ বছরের ঊর্ধ্বে টিকা নিয়ে আসা হবে। শুধু তাই নয় শিশুদের জন্য দুটি ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ভারত বায়োটেকের টিকার ট্রায়াল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শিশুদের ওপরে, পাশাপাশি জাইদাস ক্যাডিলার জাইকভ ডি টিকার পরীক্ষামূলক প্রয়োগও শুরু হয়েছে। উল্লেখ্য করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাব সবচেয়ে বেশি শিশুদের ওপর পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এ পরিস্থিতিতে দ্রুত ছোটদের টিকাকরণের দাবি উঠেছে। এহেন পরিস্থিতিতেই আশার কথা শোনালেন দেশের স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন:প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলার জন্য আরও ভ্যাকসিন চাইলেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, জাইদাস ক্যাডিলার তৈরি জাইকভ ডি ভ্যাকসিনের ট্রায়াল’ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। পাশাপাশি, ২ থেকে ৬ বছর বয়সী শিশুদের ওপর কোভ্যাক্সিন টিকার পরীক্ষামূলক প্রয়োগ চলছে। তিন ক্যাটেগরিতে ভাগ করে ট্রায়াল করা হচ্ছে। প্রথমটা ১২ থেকে ১৮ বছর বয়সী, দ্বিতীয় ধাপে ৬ থেকে ১২ বছর ও তৃতীয় ধাপে ২ থেকে ৬ বছর বয়সী শিশুদের ওপরে টিকার ট্রায়াল হবে।

 

Related articles

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...
Exit mobile version