Wednesday, August 13, 2025

ভুয়ো আইএএস, দেবাঞ্জন দেবের পর এবার কলকাতা থেকে গ্রেফতার হল ভুয়ো আইপিএস। পুলিশ সূত্রের খবর, ধৃত ভুয়ো আইপিএসের নাম রাজর্ষি ভট্টাচার্য। নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতেন নিজেকে আইপিএস অফিসার পরিচয় দেওয়া ওই ব্যক্তি।তাঁর সঙ্গে তাঁর গাড়ির চালক ও নিরাপত্তারক্ষীকেও এদিন গ্রেফতার করে পুলিশ।ইতিমধ্যে রাজর্ষির কাছে টাকা, দু’টি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, NIA-তে স্পেশাল মিশনে রয়েছেন বলে দাবি করতেন অভিযুক্ত রাজর্ষি। সোমবার পার্ক স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করেন জাকির হুসেন নামের এক ব্যক্তি। তাঁর অভিযোগ হুমকি দিয়ে তাঁর কাছ থেজে ২ লক্ষ টাকা দাবি করে ভুয়ো আইপিএস।এরপর জাকির পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে লালবাজারের গোয়েন্দা বিভাগের পুলিশ। ঘটনা খতিয়ে দেখেই ওই ভুয়ো আইপিএসকে গ্রেফতার করা হয়। জাকির ছাড়াও আর কাদের সঙ্গে তিনি প্রতারণা করেছেন তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে দাবি, রাজর্ষি ভট্টাচার্য ওরফে বাবাই নিজেকে আইপিএস অফিসার বলে পরিচয় দিতেন। নিজের আত্মীয় ও ঘনিষ্ঠ মহলে বলতেন, তিনি স্পেশ্যাল মিশনে রয়েছেন।কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা টুইট করে ভুয়ো আইপিএসের গ্রেফতারির কথা জানিয়েছেন। তবে কোথা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে, তানিয়ে কিছু স্পষ্ট করে জানানো হয়নি।

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version