এইমস-এর পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষায় সপ্তম মালদহের ছাত্রী ধৌলি ঝা’

এইমস-এর পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষায় সপ্তম স্থান পেয়েছে মালদহের কৃতী ছাত্রী ধৌলি ঝা’। সোমবার প্রকাশিত হয়েছে এইমস-এর পরীক্ষার ফল। আর সেই ফলাফলের সাফল্য হাতে পেয়েই ঝা পরিবারে খুশির জোয়ার। মালদহ শহরের মকদমপুর এলাকার বাসিন্দা ধৌলি। তাঁরা দুই বোন। ধৌলি ঝা’র বাবা চঞ্চল ঝা পেশায় হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। মা পুষ্পিতা ঝা স্কুল শিক্ষিকা। তাদের দুই মেয়ে।

বর্তমানে তারা দুজনেই ডাক্তারি পড়ছে।

ধৌলি ঝা ডাক্তারী পরীক্ষায় পাশ করে এইমসের সর্বভারতীয় পোস্ট গ্যাজুয়েট পরীক্ষায় সপ্তম হয়েছে। ছোট মেয়ে দ্যুতি ঝা কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী।

গত ২০১২ সালে মালদহ জেলায় মাধ্যমিকে ছাত্রীদের মধ্যে প্রথম স্থান দখল করেছিল ধৌলি ঝা। তিনি মালদহ বাল্য বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।

এরপর মেডিকেলের জয়েন্টে পরীক্ষা দিয়ে ডাক্তারি পড়ার সুযোগ পান ধৌলি । তিনি নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ার সুযোগ পান। ২০২০ সালে এনআরএস থেকে ডাক্তারি পাশ করে তিনি এক বছরের ইন্টার্নশিপ শেষ করে মালদার বাড়িতে চলে আসেন। বাড়িতে বসেই অল ইন্ডিয়া নিট পোস্ট গ্রাজুয়েটের প্রস্তুতি নেন। এবছর ২২ জুলাই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের পোস্ট গ্যাজুয়েট পরীক্ষায় বসেন তিনি ।

দেশজুড়ে ৪০ হাজার পরীক্ষার্থীর মধ্যে সপ্তম হয়েছেন তিনি। ভবিষ্যতে মেডিসিন নিয়ে দিল্লির এইমসে পড়ার ইচ্ছা রয়েছে তাঁর।