কয়লা পাচার কাণ্ড: CBI স্ক্যানারে লালা ঘনিষ্ঠ ECL, CISF আধিকারিকরা

কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling Case) ফের তৎপর CBI.একযোগে আসানসোল, পুরুলিয়া ও দুর্গাপুরে একযোগে তল্লাশি চালাল তারা। এবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে কেন্দ্রের কয়লা উত্তোলনকারী সংস্থা ECL-র দুই ম্যানেজার। একইসঙ্গে বেশ কয়েকজন ECL কর্মী ও CISF আধিকারিকরাও রয়েছেন গোয়েন্দাদের নজরে। এদিন উচ্চ পদস্থ অফিসারদের বাড়িতে হানা দিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি ও সূত্র পাওয়া গিয়েছে।

সিবিআই সূ্ত্রে খবর, এদিন লালা (Lala) ঘনিষ্ঠ বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়িতেও অভিযান চালানো হয়। তাঁদের মধ্যে কয়েকজনের আবার কলকাতায়ও বাড়ি রয়েছে। এদিকে গরুপাচার কাণ্ডে CBI তদন্ত খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মূল অভিযুক্ত বিনয় মিশ্র। সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। জানিয়ে দেওয়া হয়েছে, ”তদন্তে হস্তক্ষেপ করবে না আদালত”।

প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাজি (Anup Majhi) ওরফে লালা সুপ্রিম কোর্টের নির্দেশে আইনি রক্ষাকবচ পেয়েছে।

 

Previous articleএইমস-এর পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষায় সপ্তম মালদহের ছাত্রী ধৌলি ঝা’
Next articleপ্রয়াত প্রাক্তন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় নন্দু নাটেকর, শোক প্রকাশ প্রধানমন্ত্রী, মুখ‍্যমন্ত্রীর