সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC) সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ((Abhisek Banerjee)-এর ওপর নজরদারি ও বেআইনিভাবে সংবিধানের মৌলিক অধিকারকে খণ্ডন করে ফোনে আড়িপাতা হয়েছে, তারই প্রতিবাদে সোচ্চার বাংলার ছাত্রসমাজ।

আরও পড়ুন:‘আত্মতুষ্টি হলে চলবে না’, সংক্রমণ রোধে রাজ্যগুলিকে কড়া নির্দেশ কেন্দ্রের

আজ, বুধবার পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) নির্দেশে ও নদীয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের (রানাঘাট সাংগঠনিক) উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur Bhattacharya), দলীয় মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya) ও সুপ্রিয় চন্দ (Supriyo Chandra), হরিণঘাটা বিধানসভার প্রাক্তন বিধায়ক নীলিমা নাগ (Nilima Nag)-সহ আরও অনেকে। কোভিড় বিধি মেনেই এই প্রতিবাদ সভায় আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ জেলা নেতৃত্ব।
