উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তর বঙ্গোপসাগরে (Northern side of Bay of Bengal) নিম্নচাপ ঘনীভূত (depression) হয়েছে । আলিপুর আবহাওয়া দফতর (Alipur weather office) ঘনীভূত নিম্নচাপ গভীর থেকে গভীরতর হচ্ছে। তার জেরে মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি(rainy weather)। পূর্বাভাস অনুযায়ী বুধবারও দিনভর চলবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরো শক্তিশালী হবে নিম্নচাপ। ফলে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

তার জেরে এদিন কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। অতিভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূমে। এছাড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। আগামিকাল বৃহস্পতিবার পর্যন্ত জারি হয়েছে লাল সতর্কতা।

 

Previous articleত্রিপুরায় কেন এসেছেন? আইপ্যাকের ২৩ সদস্যকে পুলিশের সমন, জিজ্ঞাসাবাদের প্রস্তুতি
Next articleটোকিও অলিম্পিক্সে তিরন্দাজিতে প্রি-কোয়ার্টার ফাইনালে প্রবীণ