Monday, August 25, 2025

CPM-এর “দাদাগিরি” উপেক্ষা করে সর্বভারতীয় স্তরে তৃণমূলকে জোট বার্তা CPI-এর

Date:

একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) বামেদের (Left front) ভরাডুবির। স্বাধীনতার পর এই প্রথম রাজ্য বিধানসভায় কোনও সদস্য নেই সিপিএম (CPIM) কিংবা তাদের কোনও শরিকের। আর এই রাজনৈতিক বিপর্যয়ের জন্য বড় শরিক সিপিএমকে আগেই দায়ী করেছে ফরওয়ার্ড ব্লক। এবার প্রায় একই পথে হেঁটে ফ্রন্টের মধ্যে সিপিএমের স্বেচ্ছাচারিতা ও “দাদাগিরি”-কেই দায়ী করলো সিপিআই (CPI)। শুধু তাই নয়, পার্টি লাইন থেকে সরে এসে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের (TMC) সঙ্গেও জোট করতে রাজী বামেদের এই শরিক দল। আজ, বুধবার এক সাংবাদিক সম্মেলনে সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় (Swapan Banerjee) এমনটাই জানালেন।

স্বপনবাবুর কথায়, “এবার বিধানসভা ভোটে মানুষের মন বুঝতে ব্যর্থ আমরা। তাই এই ঐতিহাসিক বিপর্যয়। আমরা যে কতটা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছি সেটা ভোটের ফলাফলেই স্পষ্ট হয়ে গিয়েছে।”

আরও পড়ুন:রাজ্যে ভোট পরবর্তী হিংসার জন্য মিঠুনের ডায়লগ নিয়ে সংশয়ে আদালত

বামেদের ঐতিহাসিক ভরাডুবির পর থেকে সিপিএমের দিকে আঙুল তুলছে শরিকরা। জোটসঙ্গী কংগ্রেসও অন্য সুর ধরেছে। ফ্রন্টের মধ্যে এই দোষারোপ-পাল্টা দোষারোপের মধ্যেই এদিন সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা সংখ্যা নিয়ে বুঁদ ছিলাম। আর এখন বিধানসভায় আমরা শূন্য। রোগীর মৃত্যুর পর ওষুধ খুঁজছি। বামপন্থীদের কাছে এটা মৃত্যুর সমান।”

এখানেই শেষ নয়। সিপিআই নেতা আরও বলেন, “তৃণমূলকে ছোট করে দেখে আমরা সঠিক কাজ করিনি। বিজেমুল কথাটা মানুষ ভালোভাবে নেয়নি। বিজেপির মতো শক্তিকে হারাতে প্রয়োজন তৃণমূলের মতো শক্তিকে। সেক্ষেত্রে বাংলায় বিরোধ থাকলেও সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের সঙ্গে জোটে যেতে আপত্তি নেই সিপিআইয়ের।”

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version