Tuesday, August 26, 2025

গভীর রাতে জুতোর গোডাউনে আগুন, দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

Date:

মঙ্গলবার রাতে গড়িয়াহাট থানার (fire near Gariahat police station) অনতিদূরে একটি বহুতলের দোতলায় জুতোর গোডাউনে আগুন লাগে। দমকল সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় দশটা নাগাদ আগুন লাগে। জুতোর গোডাউন (shoe godown) টিতে দাহ্য বস্তু ভর্তি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের ১০ টি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বহুতলের গ্রাউন্ড ফ্লোরে একটি জুতোর গোডাউন থেকে ধোঁওয়া বের হতে দেখে প্রথম দেখেন স্থানীয় এলাকাবাসীরা। গোডাউনে দাহ্য বস্তু মজুত থাকায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। প্রথমটায় স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। প্রথমে ৬টি ইঞ্জিন এবং পরে আরও ৪টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই পাশাপাশি দমকলকর্মীরা বহুতলের বাসিন্দাদের সুরক্ষিতভাবে বাইরে বের করে নিয়ে আসেন।

রাতেই ঘটনাস্থলে যান রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার, দমকলের ডেপুটি ডায়রেক্টর সনৎ কুমার মন্ডল । জানা গিয়েছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে। তবে দমকল ও পুলিশ তদন্ত শুরু করেছে। কেন আগুন লাগল তা নিয়ে বিস্তারিত খোঁজ চলছে। ওই জুতোর গুদামে কোনও অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখে দমকলের তরফ থেকে কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে দমকল সূত্রে জানানো হয়েছে।

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version