Tuesday, May 6, 2025

সংসদের অন্দরেও এবার ‘খেলা হবে’ স্লোগান তুলল তৃণমূল

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের(TMC) অন্যতম হিট স্লোগান ‘খেলা হবে'(khela hobe) এবার পৌঁছে গেল সংসদের(parliament) অন্দরে। বুধবার অধিবেশন শুরুর পর বিরোধীদের বিক্ষোভ শুরু হতেই ওয়েলে নেমে খেলা হবে স্লোগান তোলেন তৃণমূলের সাংসদরা। তবে সংসদের অন্দরে এভাবে দলীয় শ্লোগান তোলার ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ বিজেপি(BJP) সাংসদরা। যদিও সেসবকে বিশেষ পাত্তা দিতে একেবারেই নারাজ ঘাসফুল শিবির।

২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ভিন রাজ্যে সংগঠন তৈরিতে কোমর বাঁধছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। উত্তরপ্রদেশ, ত্রিপুরাসহ একাধিক রাজ্যে সংগঠন তৈরি করছে তারা। আর এই সকল রাজ্যের ব্যবহৃত হচ্ছে তৃণমূলের জনপ্রিয় স্লোগান ‘খেলা হবে’। স্লোগানে স্লোগানে উজ্জীবিত দলের কর্মী সমর্থকরা। এরই মাঝে এদিন সংসদের অন্দরেও স্লোগান উঠলো “খেলা হবে”। উল্লেখ্য, এর আগে রাজ্যে বিধানসভা অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়কদের বিক্ষোভের মাঝে তৃণমূল বিধায়কের ‘খেলা হবে’ স্লোগান দিতে দেখা যায়। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দেন ‘খেলা হবে দিবস’। আগামী ১৬ আগস্ট গোটা রাজ্য জুড়ে এই খেলা হবে দিবস পালন করা হবে। ওই দিন রাজ্যের ক্লাবগুলিকে দেওয়া হবে ১০টি করে ‘জয়ী’ বল।

এদিকে দেশজুড়ে খেলা হবে স্লোগান ছড়িয়ে পড়ার প্রসঙ্গে রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, শুধুমাত্র রাজ্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে গোটা দেশে খেলা হবে স্লোগান ছড়িয়ে দিতে চাইছে তৃণমূল। এর অন্যতম কারণ মূলত বঙ্গ নির্বাচনে খেলা হবে স্লোগানে ভর করে আকাশছোঁয়া সাফল্য পেয়েছে ঘাসফুল শিবির। আর সেই পথ ধরেই ২৪-এর লোকসভা নির্বাচনেও এই স্লোগানকে তুলে ধরে দিল্লি দখল করতে মরিয়া বঙ্গের শাসক দল।

 

spot_img

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...