Monday, August 25, 2025

ত্রিপুরায় বিপ্লব সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে পিকের টিমের পাশে সিপিএমের মানিক

Date:

বিধানসভা ভোটের (Tripura Assembly Election) এখনও বাকি দেড় বছর। তার আগে ত্রিপুরা রাজ্য রাজনীতি উত্তাল। বিজেপি (BJP) শাসিত বিপ্লব দেব (Biplab Dev) সরকারের বিরুদ্ধে সোচ্চার বিরোধীরা। সলতে পাকানো শুরু করেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলও (TMC)। তেইশের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় তৃণমূলের সম্ভাবনা ও সেই রাজ্যের পলিটিক্যাল গ্রাউন্ড রিয়েলিটি রিসার্চ করতে সম্প্রতি আগরতলায় (Agartala) গিয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোরের (Prasant Kishore) সংস্থা আইপ্যাকের (IPAC) ২৩ জন সদস্য। কিন্তু তাঁদের উডল্যান্ড পার্ক হোটেলেই “গৃহবন্দি” করে রেখেছে আগরতলা পুলিশ। বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু করে তাঁদের সমন পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। আগামী ১ আগস্ট পিকের টিমের সদস্যদের ত্রিপুরা পুলিশ আলাদা আলাদা করে জেরা হবে বলে জানা যাচ্ছে।

 

এদিকে জানা গিয়েছে, সদর মহকুমা পুলিশ আধিকারিক মঙ্গলবার রাতে হোটেলে গিয়ে জানিয়ে পিকের টিমের সদস্যদের জানিয়ে এসেছেন, তাঁদের সকলের কোভিড রিপোর্ট নেগেটিভ। তাহলে তাঁদের অন্যায় ভাবে আটকে রাখা কেন? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

 

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার (Manik Sarkar) আইপ্যাকের সদস্যদের অন্যায়ভাবে আটকে রাখার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সিপিএম (CPIM) নেতার কথায়, “ত্রিপুরায় বিজেপি জঙ্গলের শাসনকেও ছাড়িয়ে গিয়েছে। কেন হোটেলে ২৩ জনকে আটকে রাখা হয়েছে? ০প্রশাসন কেন এ বিষয়ে সঠিক উত্তর দিতে পারছে না।”

 

এখানেই শেষ নয়। মানিক সরকার আরও বলেন, “অতীতের দৃষ্টান্ত তুলে কেউ বলতে পারবে না, ত্রিপুরায় দীর্ঘ বামফ্রন্ট জমানায় এইভাবে বাইরের বাইরের রাজ্যের লোকদের কাজে বাধা দেওয়া হয়েছে। আমি শুনেছি ওরা এখানে একটি পেশাদার সংস্থার হয়ে পেশার তাগিদে কাজ করছেন। এটা তাঁদের গণতন্ত্রিক অধিকার। কাগজপত্র পরীক্ষা করে কিছুই অনিয়ম ধরতে পারলেন না। তারপরেও

হোটেলে বন্দি করে রাখা হয়েছে।”

 

কোভিড রিপোর্টে নেগেটিভ। তারপরও কীভাবে হোটেল বন্দি করে রাখা যায় কোনও সংস্থার হয়ে পেশার তাগিদে কাজে আসা সদস্যদের? মানিকবাবু বলেন, “আসলে বিজেপি ভয় পেয়ে গিয়েছে। তাই পুলিশ দিয়ে এইসব বেআইনি কাজ করছে। কারণ,তারা বুঝে গিয়েছে, পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। ত্রিপুরার মানুষ জনগণ বিজেপির সঙ্গে নেই। তাই নির্বাচনের আগে গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা করছে বিজেপি সরকার। কিন্তু তাতে লাভ হবে না। মানুষ ঠিক করে নিয়েছে, আসন্ন বিধানসভায় ত্রিপুরার মাটি থেকে বিজেপিকে উৎখাত করে দেবে।”

 

 

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...
Exit mobile version