আজ মোহনবাগান দিবস। সবুজ মেরুন পতাকায় সেজে উঠেছে ভিআইপি রোড। আস্ত নৌকো। নৌকোর পালে ১০০ ফুটের বিশাল পতাকা।
বাগুইহাটি মেরিনার্স আয়োজিত মোহনবাগান দিবসের ‘খেলা হবে’ স্লোগানে বর্ণাঢ্য উদযাপনে মিলিত হয়েছেন অদিতি মুন্সি , তাপস চ্যাটার্জি , এলাকার ওয়ার্ড কো অডিনেটর এবং মোহনবাগানী ফুটবলাররা। বিতরণ করা হয়েছে ফুটবল।
মোহনবাগানের জনপ্রিয়তা আজও অম্লান ।