ঘোরতর বিপদের সম্মুখীন ইমরান সরকার। কারণ, পাকিস্তানের সার্ভিসে থাকা অনেক যুদ্ধবিমান থেকে শুরু করে হেলিকপ্টারের পার্টস বিক্রি করা আমেরিকা বন্ধ করে দিয়েছে। আর তাতেই চোখে সর্ষে ফুল দেখছে পাকিস্তান। জানা গিয়েছে, বর্তমানে পাকিস্তানের প্রচুর যুদ্ধবিমান থেকে শুরু করে হেলিকপ্টার গ্রাউন্ডেড। সেগুলিকে আর আপডেট বা আপগ্রেড করা সম্ভব হচ্ছে না।
ভারতীয় বিমানবাহিনী নিজের ২২টি এ্যপাচীর জন্য ১৩৫৪টি এজিএম-১১৪ হেলফায়ার এ্যন্টি ট্যাঙ্ক মিসাইল কিনেছে। পাকিস্তানের জন্যেও তৎকালীন ওবামা প্রশাসন ১০০০ হেলফায়ারের সম্মতি দিয়েছিল। কিন্তু তারপর ট্রাম্প এসে এই মিসাইল সহ এএইচ-১জেড কোবরা হেলির চুক্তি বাতিল করে দেন। ফলে ঘোরতর সমস্যায় পরেছে পাকিস্তানের বিমানবাহিনী। আদৌ এই সমস্যা থেকে মুক্তি পাওয়া কিভাবে সম্ভব, তা নিয়ে চিন্তিত পাক সরকার ।
