দ্রুতগতিতে এগোচ্ছে কাজ। শনিবার থেকে শুরু হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro) ফুলবাগান থেকে (Fulbagan Station) শিয়ালদহ (Sealdah) পর্যন্ত ট্রায়াল রান (Fulbagan-Sealdah Metro Trail Run)। আর সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাস নাগাদ যাত্রী নিয়ে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ছুটবে মেট্রো।

বর্তমানে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান স্টেশন পর্যন্ত চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। এবার ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার, পরিষেবা বাড়াতে তৎপর মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত একদিকে সুড়ঙ্গ তৈরির কাজ পুরোপুরি শেষ। রেললাইন পাতা থেকে থার্ড রেল বসানোর কাজও শেষ হয়ে গিয়েছে। শুরু করা হয়েছে চার্জিংও। আগামী শনিবার হবে ট্র্রায়াল রান। পাশাপাসি প্ল্যাটফর্ম ট্রেন চালিয়ে স্ক্রিন ডোর-সহ যাবতীয় ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কিনা, সে বিষয়টি পরীক্ষা করিয়ে নেওয়া হবে।

আরও পড়ুন- রাজ্যে আরও মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরির ঘোষণা নবান্নের
