কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) জয়ের ধারা অব‍্যাহত পিভি সিন্ধুর( pv sindhu)। বৃহস্পতিবার অলিম্পিক্সে ব‍্যাডমিন্টনে মহিলা সিঙ্গেলসে ডেনমার্কের মিয়া ব্লিচফেডেল্টকে (Mia Blichfeldt) হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন তিনি।  খেলার ফলফল ২১-১৫, ২১-১৩।

ম‍্যাচের প্রথম থেকেই দাপট দেখাতে শুরু করেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। প্রথম সেটে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি তিনি। প্রথম সেট জিতে নেন মাত্র ২২ মিনিটে। দ্বিতীয় সেটে মিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেই ফের যেন অপ্রতিরোধ‍্য হয়ে ওঠেন ভারতীয় শ‍্যাটলার। যার ফলে সিন্ধুর দ্বিতীয় সেট জিততে সময় লাগে মাত্র ১৯ মিনিট। এদিন প্রতিপক্ষের কাছ থেকে মাত্র ৪১ মিনিটেই জয় ছিনিয়ে নেন সিন্ধু।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস