দিনহাটার(dinhata) নাজিরগঞ্জে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন তৃণমূল(TMC) কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের ভাই। রাতে দিনহাটা থানার বুড়িরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নাজিরগঞ্জ এলাকায় পঞ্চায়েত সদস্যের ভাই প্রবীর বসু(Prabir Basu)।
আরও পড়ুন:দেশে ফের বাড়ল সংক্রমণের হার, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫৫৫
জানা গিয়েছে, স্থানীয় একটি ধান মিলের মালিক প্রবীর বসু। বৃহস্পতিবার রাতে লোডশেডিংয়ের সময় মিল থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। তখনই পায়ে বোমা লেগে বিস্ফোরণ ঘটে। ঘটনায় গুরুতর জখম হন প্রবীর। আহত অবস্থায় তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করান পরিবারের সদস্যরা। পরে কোচবিহারে স্থানান্তরিত করা হয় তাঁকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে কে বা কারা ওই অল্প সময়ের মধ্যে শাসক দলের পঞ্চায়েত সদস্যের ভাইয়ের বাড়িতে বোমা রেখে গিয়েছে সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।