Friday, November 14, 2025

সিবিএসই দ্বাদশের ফল প্রকাশ, ছেলেদের টপকে এগিয়ে মেয়েরাই

Date:

অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল। কোভিড পরিস্থিতির জেরে দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল হয়েছে।চলতি বছরে পাসের হার বেশ ভাল। এ বার উত্তীর্ণ হয়েছেন ৯৯.৩৭ শতাংশ পড়ুয়া। পরীক্ষা বাতিল হওয়ায় অভ্যন্তরীণ মূল্যায়ন পদ্ধতিতেই নম্বর দেওয়া হয়েছে। সিবিএসই বোর্ডের ওয়েবসাইট cbseresults.nic.in থেকে ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। বোর্ডের নিজস্ব অ্যাপ থেকেও জানা যাবে ফল।

পড়ুয়ারা যাতে দ্রুত নিজেদের ফলাফল জানতে পারে, তার জন্য সিবিএসই বোর্ডের তরফে তিনটি নিজস্ব লিঙ্ক চালু করা হয়েছে। এছাড়াও ডিজিলকার অ্যাপ ও উমঙ্গ আপের মাধ্যমেও পড়ুয়ারা নিজেদের ফলাফল জানতে পারবে।digilocker.gov.in – এই লিঙ্কের মাধ্যমে পড়ুয়ারা নিজেদের রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন।

চলতি বছরে ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার ৯৯.৬৭ শতাংশ, অন্যদিকে ছাত্রদের পাসের হার ৯৯.১৩ শতাংশ। উল্লেখযোগ্য ভাবে রূপান্তরকামী পড়ুয়াদের পাসের হার ১০০ শতাংশ। ৭০ হাজারেরও বেশি পড়ুয়ারা ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে। ১ লক্ষ ৫০ হাজার ১৫২ জন পড়ুয়া ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। সবথেকে ভাল ফল করেছে দিল্লি। সেখানের ৯৯.৮৪ শতাংশ পড়ুয়াই পাস করেছে।ফল প্রকাশের আগেই বোর্ডের তরফে জানানো হয়েছে, কোনও পরীক্ষার্থী যদি পরীক্ষার ফল নিয়ে অসন্তুষ্ট হন, সে ক্ষেত্রে লিখিত পরীক্ষায় বসার সুযোগ থাকবে।

Related articles

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...
Exit mobile version