Wednesday, August 27, 2025

দীর্ঘ প্রতিক্ষার পর অবসান ঘটিয়ে আজ বেলা ২টোয় প্রকাশিত হতে চলেছে সিবিএসই-র ফল। করোনা আবহে এবার সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়নি। পরীক্ষা না হওয়ায় চলতি বছর মূল্যায়ণের ভিত্তিতেই ফলপ্রকাশ করা হবে। সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে, দুপুর ২টোর সময় সিবিএসই-এর অফিসিয়াল ওয়েবসাইট- cbse.nic.in এবং cbse.gov.in.-এ গিয়ে পরীক্ষার ফলাফল দেখা যাবে।

আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ করতে হত বোর্ডকে। তবে সূত্রের খবর, তাঁর আগেই ফল প্রকাশের জন্য চেষ্টা চলছিল। শুক্রবার সকালে সিবিএসই বোর্ডের তরফে একটি টুইট করা হয়। সেখানে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির একটি দৃশ্য নিয়ে লেখা হয়েছে, ‘আখির ও দিন অ্যা হি গ্যায়া’। দীর্ঘদিন অপেক্ষার পরে ফলাফল প্রকাশে উচ্ছ্বসিত পড়ুয়ারা।

সিবিএসই-র পক্ষ থেকে মূল্যায়ণের যে মাপকাঠি দেওয়া হয়েছিল, তার ভিত্তিতে সিবিএসই অনুমোদিত স্কুলগুলি পড়ুয়াদের নম্বর পাঠিয়ে দিয়েছে বোর্ডে। তাঁর ভিত্তিতেই নম্বর দেওয়া হবে। আজ দুপুর ২টোয় সিবিএসই-র সরকারি ওয়েবসাইট cbse.nic.in ও cbse.gov.in –এ ফল জানা যাবে। এ ছাড়া উমঙ্গ অ্যাপ বা Digilocker অ্যাপ বা ওয়েবসাইট umang.gov.in-এও ফল জানা যাবে। সরাসরি ফোন করে বা এসএমএসের মাধ্যমেও ফল জানা যেতে পারে। ইন্টার অ্যাকটিভ ভয়েস রেসপন্স সিস্টেমের মাধ্যমে ফল জানতে গেলে দিল্লির ক্ষেত্রে ফোন করতে হবে ২৪৩০০৬৯৯ নম্বরে। দিল্লির বাইরে হলে ফোন করতে হবে ০১১-২৪৩০০৬৯৯ নম্বরে।

তবে রেজাল্ট জানার আগে রোল নম্বর জানতে হবে পরীক্ষার্থীদের৷ দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সুবিদার্থে ‘রোল নম্বর ফাইন্ডার’ চালু করল বোর্ড।

  • কীভাবে রোল নম্বর ফাইন্ডার অ্যাকসেস করতে হবে, তা একনজরে দেখে নিন।
  • সিবিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • স্ক্রোল করে পেজে ‘রোল নম্বর ফাইন্ডার’ লেখার ওপরে ক্লিক করুন
  • নতুন পেজ ওপেন হবে।তাতে ‘continue’ অপশনে ক্লিক করুন
  • পরীক্ষার্থীরা নিজেদের শ্রেণি নথিভুক্ত করুন
  • এরপর নিজের নাম, বাবার নাম সহ প্রয়োজনীয় তথ্য দিন
  • এরপর দশম বা দ্বাদশের রোল নম্বর জানতে সার্চ করুন

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version