Monday, August 25, 2025

বিজেপির হাতছাড়া হতে চলছে জলপাইগুড়ি গ্রাম পঞ্চায়েত। জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ১০ জন। এরমধ্যে বিজেপি ৭, তৃণমূল ১, সিপিএম ১ ও ফরওয়ার্ড ব্লক ১। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই নানা বিষয় নিয়ে পঞ্চায়েত সদস্যদের একাংশের সঙ্গে প্রধানের বিতণ্ডা শুরু হয়। সরকারি বিভিন্ন প্রকল্পের কাজের ব্যাপারে পঞ্চায়েত সদস্যদের না জানানো সহ নিজের পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল প্রধানের বিরুদ্ধে। ইতিমধ্যে জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও’র কাছে প্রধানকে সরিয়ে আস্থা ভোট করার দাবি জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের সদস্যদের একাংশ।

সুত্রে খবর, মঙ্গলবার সিপিএমের ১ পঞ্চায়েত সদস্য এবং বিজেপির ৪ সদস্য সহ মোট পাঁচজন পঞ্চায়েত সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিডিও’র কাছে জমা দেন। বিডিও তা গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

প্রধান রেবতী রায় বলেন, সবটাই একটা রাজনৈতিক চাল ‘তৃণমূলের একমাত্র পঞ্চায়েত সদস্যের প্ররোচনায় দলীয় সদস্যরা তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাবের ডাক দিয়েছে।

অনাস্থা প্রস্তাবে পক্ষে উপপ্রধান ডালটন রায় বলেন বোর্ড মিটিং ছাড়াই নিজের সিদ্ধান্তে এলাকার বিভিন্ন কাজ করানো হচ্ছে । দলীয় সদস্যদের সঙ্গে অসহযোগিতা, দায়িত্ব ও কর্তব্যে গাফিলতির অভিযোগ আছে তার দরুন এধরনের সিদ্ধান্ত।

 

Related articles

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...
Exit mobile version