Thursday, December 18, 2025

মুকুলের অনুপস্থিতিতে বিধানসভায় PAC বৈঠকে পৌরোহিত্য করলেন তাপস রায়

Date:

Share post:

আজ, শুক্রবার ছিল নবনির্মিত রাজ্য বিধানসভার (Assembly) প্রথম পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) প্রথম বৈঠক ছিল। কিন্তু এই কমিটির চেয়ারম্যান তথা বিজেপির (BJP) টিকিটে কৃষ্ণনগর উত্তর থেকে জয়ী বিধায়ক মুকুল রায় (Mukul Roy) সেই সময় শহরে না থাকায় বৈঠকে হাজির হতে পারেননি তিনি। আবার পূর্ব ঘোষণা মতো এই মিটিংয়ে হাজির হননি বিজেপি’র কোনও বিধায়ক। যদিও বৈঠকে যোগ দিয়েছিলেন কমিটির সদস্য তৃণমূল (TMC) বিধায়করা। আর মুকুলের অনুপস্থিতিতে বৈঠকের পৌরোহিত্য করেছেন তৃণমূল বিধায়ক তাপস রায় (Tapas Roy).

এছাড়াও ছিলেন নির্মল ঘোষ, অশোক দেব, দেবব্রত মজুমদার, স্বর্ণকমল সাহা, অসীমা পাত্র, দেবাশিস কুমার, শ্যামল মন্ডলের মত তৃণমূল কংগ্রেস সদস্যরা। জানা গিয়েছে, এদিনের এই বৈঠক ছিল নিছকই নিয়মরক্ষার। তবে তা রেকর্ড বুকে তোলা হয়েছে। আজ তেমন কোনো নির্দিষ্ট বিষয়ে আলোচনা হয়নি।আগামী ১৩ ও ২৭ অগাস্ট PAC-এর পরবর্তী বৈঠকের দিন ধার্য করা হয়েছে বলে জানা গিয়েছে।

তবে নিয়ম অনুযায়ী, চেয়ারম্যান অনুপস্থিত থাকলেও কোনও একটি বৈঠকে কমিটির সদস্যদের অন্য কেউ তাঁর দায়িত্ব পালন করতে পারেন। সে দিক থেকে মুকুল বৈঠকে না থাকলেও এই বৈঠক বৈধ । কমিটির অন্যতম সদস্য তাপস রায় বলেন, ‘‘স্ট্যান্ডিং কমিটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না। তবু বলতে পারি, চেয়ারম্যানের অনুপস্থিতিতে বৈঠক হওয়ার সুযোগ বিধানসভার বিধিতে রয়েছে।’’ কিন্তু চেয়ারম্যান পদে যে মুকুলবাবুর নিয়োগ নিয়ে বিরোধীদের বয়কটের মতো ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হল, প্রথম বৈঠকে তাঁর অনুপস্থিতি নিয়ে অবশ্য তাপসবাবু কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘‘এই নিয়োগের অধিকার স্পিকারের। দলের বিষয় নয়।’’

প্রসঙ্গত, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদের দাবি নিয়ে দীর্ঘ রাজনৈতিক সংঘাত চলছে শাসক তৃণমূল ও বিরোধী বিজেপির মধ্যে। প্রথা অনুযায়ী এই কমিটির চেয়ারম্যান বিরোধী কোনও বিধায়ককে করা হয়। তাহলে মুকুল রায় কেন? তিনি তো তৃণমূলে যোগ দিয়েছেন? সেই প্রশ্ন তুলেই এবার সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়করা। তৃণমূলের পাল্টা দাবি, মুকুল রায় এর আগে বিধানসভা অধিবেশনে বিরোধী বেঞ্চেই বসেছেন। তাছাড়া এখনও খাতায়-কলমে তিনি বিজেপিরই বিধায়ক। তাহলে সমস্যা কোথায়?

আরও পড়ুন:এখনও থমথমে সীমান্ত, রাজ্যবাসীকে মিজোরামে না যাওয়ার পরামর্শ অসমের

 

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...