Thursday, November 6, 2025

মুকুলের অনুপস্থিতিতে বিধানসভায় PAC বৈঠকে পৌরোহিত্য করলেন তাপস রায়

Date:

Share post:

আজ, শুক্রবার ছিল নবনির্মিত রাজ্য বিধানসভার (Assembly) প্রথম পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) প্রথম বৈঠক ছিল। কিন্তু এই কমিটির চেয়ারম্যান তথা বিজেপির (BJP) টিকিটে কৃষ্ণনগর উত্তর থেকে জয়ী বিধায়ক মুকুল রায় (Mukul Roy) সেই সময় শহরে না থাকায় বৈঠকে হাজির হতে পারেননি তিনি। আবার পূর্ব ঘোষণা মতো এই মিটিংয়ে হাজির হননি বিজেপি’র কোনও বিধায়ক। যদিও বৈঠকে যোগ দিয়েছিলেন কমিটির সদস্য তৃণমূল (TMC) বিধায়করা। আর মুকুলের অনুপস্থিতিতে বৈঠকের পৌরোহিত্য করেছেন তৃণমূল বিধায়ক তাপস রায় (Tapas Roy).

এছাড়াও ছিলেন নির্মল ঘোষ, অশোক দেব, দেবব্রত মজুমদার, স্বর্ণকমল সাহা, অসীমা পাত্র, দেবাশিস কুমার, শ্যামল মন্ডলের মত তৃণমূল কংগ্রেস সদস্যরা। জানা গিয়েছে, এদিনের এই বৈঠক ছিল নিছকই নিয়মরক্ষার। তবে তা রেকর্ড বুকে তোলা হয়েছে। আজ তেমন কোনো নির্দিষ্ট বিষয়ে আলোচনা হয়নি।আগামী ১৩ ও ২৭ অগাস্ট PAC-এর পরবর্তী বৈঠকের দিন ধার্য করা হয়েছে বলে জানা গিয়েছে।

তবে নিয়ম অনুযায়ী, চেয়ারম্যান অনুপস্থিত থাকলেও কোনও একটি বৈঠকে কমিটির সদস্যদের অন্য কেউ তাঁর দায়িত্ব পালন করতে পারেন। সে দিক থেকে মুকুল বৈঠকে না থাকলেও এই বৈঠক বৈধ । কমিটির অন্যতম সদস্য তাপস রায় বলেন, ‘‘স্ট্যান্ডিং কমিটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না। তবু বলতে পারি, চেয়ারম্যানের অনুপস্থিতিতে বৈঠক হওয়ার সুযোগ বিধানসভার বিধিতে রয়েছে।’’ কিন্তু চেয়ারম্যান পদে যে মুকুলবাবুর নিয়োগ নিয়ে বিরোধীদের বয়কটের মতো ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হল, প্রথম বৈঠকে তাঁর অনুপস্থিতি নিয়ে অবশ্য তাপসবাবু কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘‘এই নিয়োগের অধিকার স্পিকারের। দলের বিষয় নয়।’’

প্রসঙ্গত, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদের দাবি নিয়ে দীর্ঘ রাজনৈতিক সংঘাত চলছে শাসক তৃণমূল ও বিরোধী বিজেপির মধ্যে। প্রথা অনুযায়ী এই কমিটির চেয়ারম্যান বিরোধী কোনও বিধায়ককে করা হয়। তাহলে মুকুল রায় কেন? তিনি তো তৃণমূলে যোগ দিয়েছেন? সেই প্রশ্ন তুলেই এবার সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়করা। তৃণমূলের পাল্টা দাবি, মুকুল রায় এর আগে বিধানসভা অধিবেশনে বিরোধী বেঞ্চেই বসেছেন। তাছাড়া এখনও খাতায়-কলমে তিনি বিজেপিরই বিধায়ক। তাহলে সমস্যা কোথায়?

আরও পড়ুন:এখনও থমথমে সীমান্ত, রাজ্যবাসীকে মিজোরামে না যাওয়ার পরামর্শ অসমের

 

spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...