Saturday, August 23, 2025

বিশ্বে প্রথম পেগাসাস স্পাইওয়্যারের শিকার  ফ্রান্সের দুই সাংবাদিক

Date:

পেগাসাস স্পাইওয়্যার এখন বিশ্বের সবথেকে আলোচিত নাম। গত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে পেগাসাস স্পাইওয়্যার। একাধিক দেশে অভিযোগ উঠেছে, বিভিন্ন মন্ত্রী, আমলা, বিরোধী রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিল্পপতি থেকে শুরু করে ব্যবসায়ী অনেকের ফোনেই পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে আড়িপাতা হয়েছে। পেগাসাস ইস্যুতে নরেন্দ্র মোদি সরকার যথেষ্ট ব্যাকফুটে। যদিও মোদি সরকার এখনও পেগাসাস স্পাইওয়্যার নিজেরা কিনেছে এমন কথা স্বীকার করেনি। বিশ্বে অন্য একাধিক দেশে এই স্পাইওয়্যার নিয়ে তুমুল বিতর্ক চলাকালীন এই প্রথম ফ্রান্সের এক সরকারি সংস্থা পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে ফোন হ্যাক হওয়ার কথা স্বীকার করে নিল। ফ্রান্সের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা এএনএসএসআই জানিয়েছে, সে দেশের দুই সাংবাদিকের ফোনে পেগাসাস স্পাইওয়্যার মাধ্যমে নজরদারি চালানো হয়েছে। ফ্রান্সের এই সরকারি নিরাপত্তা সংস্থাই গোটা বিশ্বের মধ্যে প্রথম পেগাসাস স্পাইওয়্যার কাজে লাগানোর কথা স্বীকার করল। ফ্রান্সের মিডিয়াপার্ট নামে একটি সংবাদ সংস্থার দুই সাংবাদিকের উপর নজরদারি চালানো হয়েছে পেগাসাসের মাধ্যমে। এএনএসএসআই জানিয়েছে, মিডিয়াপার্টের দুই সাংবাদিকের ফোনে ইজরায়েলি স্পাইওয়্যারের মাধ্যমে নজরদারি চালানো হয়েছে। অত্যন্ত সফলভাবে ওই দুই সাংবাদিকের বিভিন্ন কল রেকর্ড এবং তাঁদের বিভিন্ন কাজকর্ম গোপনে রেকর্ড করে নেওয়া হয়েছে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version