Thursday, November 6, 2025

এক বিধায়ককে দলের আর এক বিধায়ক রীতিমতো হুমকি দিয়েছিলেন দুদিন আগে। প্রকাশ্য সভায় রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীকে হুমকি দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। এমনকী হুমায়ুনের বিরুদ্ধে রীতিমতো দলের শীর্ষস্তরে নালিশ ঠুকেছেন রবিউল।
পুরো ঘটনাকে মোটেই হালকাভাবে নেয়নি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এর আগে মুখ্যমন্ত্রী একাধিকবার প্রত্যেককে সংযত হতে বলেছেন। কোনও অসংযত আচরণ রেওয়াত করতে রাজি নন তিনি । তাই হুমায়ুন কবীরের এই আচরণের জন্য তাকে শোকজ করল তৃণমূল । শুক্রবার সন্ধ্যায় দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, হুমায়ুন কবীর দলীয় বিধায়ককে যে ভাষায় কথা বলেছেন তা মোটেই বরদাস্ত করছে না দল। তার মন্তব্য দলের শৃঙ্খলাভঙ্গের সামিল । আমি নিজে হুমায়ুনকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু তার সঙ্গে কথা বলতে পারিনি । তাকে দলের পক্ষ থেকে শোকজ করে জানতে চাওয়া হয়েছে, তার এই আচরণের জন্য কেন তার বিরুদ্ধে কোনও শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে না? তাকে বিষয়টি হোয়াটসঅ্যাপ করে দেওয়া হয়েছে । নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি কি উত্তর দেন, তারপরেই পরবর্তী সিদ্ধান্ত শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে নেওয়া হবে।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। শক্তিপুরে একটি সভা ছিল। সেখানে বক্তা হিসাবে উপস্থিত হয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। অভিযোগ, ওই সভা থেকে রবিউলের উদ্দেশ্যে হুমকি দেন তিনি। সভা থেকে হুমায়ুন বলেন, ‘খুব সাবধান রবিউল চৌধুরি। আমার সঙ্গে পাঙ্গা নিও না। তাহলে হাড়গোড় এক করে দেব।’ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আর সেই ভিডিও নিয়ে আসরে নামেন রবিউল। এমনকি হুমায়ুনের শাস্তির দাবিও করেন।

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version