Thursday, August 21, 2025

রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ১৯ হাজার মানুষের৷ মৃতের তালিকায় আছেন অনেক আইনজীবীও। এবার সেই সব আইনজীবীদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার।

করোনায় আক্রান্ত হয়ে যেসব আইনজীবীর মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের পরিবারের হাতে ৫০ হাজার করে টাকা তুলে দেওয়া হবে। আইনমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে এই সংক্রমণের কারণে যেসব আইনজীবীর মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে তুলে দেওয়া হবে। মূলত অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ড থেকেই এই আর্থিক মূল্য তুলে দেওয়া হবে। মলয়বাবু এই ঘোষণা করেন রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেবকে পাশে বসিয়ে৷ অশোকবাবু জানিয়েছেন, গত দেড় বছরে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে ২০০ জন আইনজীবীর মৃত্যু হয়েছে৷

আইনমন্ত্রী বলেছেন, করোনা আবহেও বিপন্ন মানুষের স্বার্থে আইনজীবীদের কাজ চালিয়ে যেতে হয়েছে। আর সেই কাজ করতে গিয়েই অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে অনেকেই মারাও গিয়েছেন। আইনমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, করোনায় আক্রান্ত হয়ে যে সমস্ত আইনজীবী মারা গিয়েছেন তাঁদের পরিবারের জন্য যদি কিছু করা যায়। ওই নির্দেশ মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে করোনায় আক্রান্ত হয়ে যে সমস্ত আইনজীবী মারা গিয়েছেন তাঁদের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।ঊবার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব জানিয়েছেন, প্রয়াত আইনজীবী কোন আইনজীবী সংগঠনের
সঙ্গে যুক্ত ছিলেন, তা দেখা হবে না। তিনি এই রাজ্যেই প্র্যাকটিশ করতেন এটাই বিচার্য হবে। আইনমন্ত্রী বলেছেন, দিনকয়েকের মধ্যেই মৃত আইনজীবীদের পরিবারের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হবে।আইনজীবীর যে করোনায় মৃত্যু হয়েছে সেই সার্টিফিকেট সংযুক্ত করেই আবেদন করতে হবে এই ধরনের প্রত্যেক পরিবারকে। যাঁরা মারা গিয়েছেন, তাঁরা অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ডের অন্তর্ভুক্ত হন বা না হন, করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন, এমন সব আইনজীবীর পরিবারের হাতেই এই টাকা তুলে দেওয়া হবে৷ রাজ্য সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন আইনজীবী সমাজ৷

আরও পড়ুন- রাজ্যেও এবার ‘এক দেশ এক রেশন কার্ড’ চালু, জানালো খাদ্য দফতর

 

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version