Sunday, August 24, 2025

বিশ্বে প্রথম পেগাসাস স্পাইওয়্যারের শিকার  ফ্রান্সের দুই সাংবাদিক

Date:

পেগাসাস স্পাইওয়্যার এখন বিশ্বের সবথেকে আলোচিত নাম। গত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে পেগাসাস স্পাইওয়্যার। একাধিক দেশে অভিযোগ উঠেছে, বিভিন্ন মন্ত্রী, আমলা, বিরোধী রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিল্পপতি থেকে শুরু করে ব্যবসায়ী অনেকের ফোনেই পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে আড়িপাতা হয়েছে। পেগাসাস ইস্যুতে নরেন্দ্র মোদি সরকার যথেষ্ট ব্যাকফুটে। যদিও মোদি সরকার এখনও পেগাসাস স্পাইওয়্যার নিজেরা কিনেছে এমন কথা স্বীকার করেনি। বিশ্বে অন্য একাধিক দেশে এই স্পাইওয়্যার নিয়ে তুমুল বিতর্ক চলাকালীন এই প্রথম ফ্রান্সের এক সরকারি সংস্থা পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে ফোন হ্যাক হওয়ার কথা স্বীকার করে নিল। ফ্রান্সের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা এএনএসএসআই জানিয়েছে, সে দেশের দুই সাংবাদিকের ফোনে পেগাসাস স্পাইওয়্যার মাধ্যমে নজরদারি চালানো হয়েছে। ফ্রান্সের এই সরকারি নিরাপত্তা সংস্থাই গোটা বিশ্বের মধ্যে প্রথম পেগাসাস স্পাইওয়্যার কাজে লাগানোর কথা স্বীকার করল। ফ্রান্সের মিডিয়াপার্ট নামে একটি সংবাদ সংস্থার দুই সাংবাদিকের উপর নজরদারি চালানো হয়েছে পেগাসাসের মাধ্যমে। এএনএসএসআই জানিয়েছে, মিডিয়াপার্টের দুই সাংবাদিকের ফোনে ইজরায়েলি স্পাইওয়্যারের মাধ্যমে নজরদারি চালানো হয়েছে। অত্যন্ত সফলভাবে ওই দুই সাংবাদিকের বিভিন্ন কল রেকর্ড এবং তাঁদের বিভিন্ন কাজকর্ম গোপনে রেকর্ড করে নেওয়া হয়েছে।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version