প্রয়াত রাজ্যের প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী সুদর্শন রায়চৌধুরী

প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা সুদর্শন রায়চৌধুরী। শনিবার সন্ধ্যায় উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ইহলোক ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী সুদর্শনবাবু ছাত্রজীবন থেকেই বাম রাজনীতিতে বিশ্বাসী ছিলেন । ছাত্র আন্দোলন করার সময়ই কমিউনিস্ট পার্টিতে যোগ দেন । ১৯৬৭ সালে সিপিএমের সদস্যপদ পান। রাজনীতির পাশাপাশি সমানতালে চলতে থাকে অধ্যাপনার কাজ। শ্রীরামপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন তিনি। ১৯৮৯-৯১ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন সুদর্শনবাবু। এরপর ২০০৬ সালে জাঙ্গিপাড়া থেকে বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হন। সেই নির্বাচনে জিতেই তিনি বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভার উচ্চশিক্ষা মন্ত্রী হন ।
২০১২ সালে সিপিএমের হুগলি জেলা সম্পাদকের দায়িত্বভার সামলান। টানা ছ’বছর এই দায়িত্বে ছিলেন। আমৃত্যু তিনি ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।

 

Previous articleভাটপাড়ায় আক্রান্ত যুব তৃণমূল নেতা, অভিযোগে তির বিজেপির দিকে
Next articleফের AIDSO-এর ছাত্র আন্দোলনে উত্তপ্ত শহর