Tuesday, November 4, 2025

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, দলীয় নেতার বিরুদ্ধেই টাকা তছরুপের অভিযোগ শীর্ষ নেতৃত্বকে

Date:

Share post:

সুতির বিজেপি প্রার্থী কৌশিক দাসের বিরুদ্ধে নির্বাচনী খাতে দেওয়া টাকা তছরুপের অভিযোগ তুলে দলের শীর্ষ নেতাদের চিঠি দিলেন আর এক দলীয় নেতা। এই ঘটনা প্রকাশ্যে আসায় রীতিমতো বিপাকে পড়েছে জেলা বিজেপি।

জানা গিয়েছে, বিষয়টির তদন্ত শুরু করেছে বিজেপি। কৌশিক দাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যদিও এত বড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ পাওয়ামাত্র কেন ওই নেতাকে বরখাস্ত করা হল না এ নিয়ে দলের একাংশের মধ্যে ক্ষোভ দানা বেধেছে।

জানা গিয়েছে, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে সুতি বিধানসভায় বিজেপির প্রার্থী ছিলেন কৌশিক দাস। যদিও তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে পরাজিত হন। তার বিরুদ্ধে দলের শীর্ষ নেতাদের চিঠি দিয়ে বিজেপির সংখ্যালঘু মোর্চার সদস্য ইউনুস শেখ অভিযোগ করেছেন, দলের তহবিল হিসেবে ভোটের প্রচার ও কাজের জন্য কৌশিক দাসকে মোটা টাকা দেওয়া হলেও ২৪ লক্ষ ৪০ হাজার টাকার মতো খরচ করে বাকি টাকা তিনি আত্মসাৎ করেছেন। এই ঘটনার তদন্ত করা হোক ।

যদিও কৌশিক দাসের সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে। সেখানে
কৌশিক বলেছেন, ব্যক্তিগত কারণে উত্তর মুর্শিদাবাদ জেলার যুব মোর্চার সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম। নির্বাচনী খাতে দেওয়া টাকার হিসেব দলের নির্বাচন কমিটিকে দেওয়া আছে। এই ঘটনায় মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

 

spot_img

Related articles

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...

আগামীর লড়াই বিজেপি-কে শূন্য করার লড়াই: SIR চক্রান্তের প্রতিবাদ-মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের

SIR চক্রান্তের প্রতিবাদে মঞ্চ থেকে এক যোগে নির্বাচন কমিশন ও বিজেপি-কে তীব্র আক্রমণ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...