Monday, November 10, 2025

বিরোধীদের বিক্ষোভের জের, বাদল অধিবেশন সংক্ষিপ্ত করতে পারে কেন্দ্র

Date:

লাগাতার বিরোধীদের বিক্ষোভের জেরে কার্যত অচল সংসদ(parliament)। নিয়ম করে প্রতিদিন অধিবেশন শুরুর কিছুক্ষণ পরই মুলতুবি হয়ে যাচ্ছে সংসদ। যেহেতু সংসদে কোনও কাজ হচ্ছে না তার ফলে অপচয় রুখতে এবার দ্রুত অধিবেশন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে সরকার। অন্তত তেমনটাই শোনা যাচ্ছে সূত্র মারফত।

দু’সপ্তাহ পার হয়ে গিয়েছে সংসদের বাদল অধিবেশনের। তবে এখনো পর্যন্ত সেভাবে কোনওরকম কাজ এগোয়নি। পেগাসাস ইস্যুকে(Pegasus issue) হাতিয়ার করে প্রতিদিন উত্তপ্ত হয়েছে লোকসভা ও রাজ্যসভা। বিরোধী দল চায় সংসদের দুই কক্ষ পেগাসাস ইস্যুতে আলোচনা করুক সরকার। তবে সরকারের দাবি, পেগাসাস কোনও ইস্যুই নয়। এই টালমাটাল পরিস্থিতিতে সংসদের কাজ শিকেয় উঠেছে। লোকসভাতে এখনও পর্যন্ত মোট পাঁচটি বিল পাস করাতে পেরেছে শাসক দল। হাল খারাপ রাজ্যসভারও। চলতি অধিবেশনে ৫০ ঘণ্টা কাজের সময়ের মধ্যে প্রায় ৪০ ঘণ্টা নষ্ট হয়েছে বিক্ষোভের জেরে।

আরও পড়ুন:কেন্দ্রের নয়া বিলে চূড়ান্ত বিপদে সপরিবার যৌনকর্মী মহিলারা

এমন চরম টালমাটাল পরিস্থিতির মাঝে কিভাবে অধিবেশন চালানো যায় শুক্রবার সেই ইস্যুতে মন্ত্রীদের সঙ্গে সংসদের বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে পেগাসাস জট ছাড়াতে অবিলম্বে রাস্তা খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর তরফে। এদিকে এক কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, বিরোধীরা যেভাবে সংসদের কাজ বন্ধ করে বিক্ষোভ নেমেছে তাতে সময় ও অর্থের অপচয় হচ্ছে। এ অবস্থায় এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে আগামী সপ্তাহে যদি বিরোধীরা এভাবে সংসদের কাজে বাধার সৃষ্টি করতে থাকে তাহলে নির্ধারিত সময়ের আগেই শেষ করে দেওয়া হতে পারে অধিবেশন।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version